Salman Khan: সলমনকে বিয়ে করতে মরিয়া, বাড়ি সামনে তোলপাড় মহিলা অনুরাগীর- তারপর ?
Salman Khan Female Fan: সংবাদসূত্রে জানা যায়, সলমন খানের এক মহিলা অনুরাগী তাঁর পানভেলের ফার্মহাউসের সামনে পৌঁছে যান এবং তাঁর বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন যে তিনি অভিনেতাকে বিয়ে করতে চান।
মুম্বই: আশ্চর্যজনক ঘটনা। বলিউডের ভাইজানকে বিয়ে করতে চেয়ে তাঁর বাড়ির সামনে তোলপাড় করলেন সলমন খানের এক মহিলা অনুরাগী। সলমনের পানভেলের ফার্মহাউসের সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাঁকে ডাকতে থাকেন সেই মহিলা অনুরাগী। তাঁর ডাকে সলমনকে (Salman Khan) যেন বেরিয়ে আসতেই হবে বাড়ি থেকে। আর কিছুক্ষণ ধরে চিৎকার-চেঁচামেচি করার পর আশেপাশের মানুষজন বিরক্ত হয়ে পুলিশে খবর দেন। কিছুদিন আগেই সলমনের বাড়ির সামনে গুলির (Salman Khan Firing Case) ঘটনায় চারজনকে গ্রেফতার করেছিল মুম্বই পুলিশ আর তারপর থেকে বাড়িতে কড়া নিরাপত্তার বেষ্টনীতে রয়েছেন সলমন খান। গুলিকান্ডে গতকাল আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মাঝে এ কোন বিপত্তি ? বিয়ে করতে চেয়ে চিৎকার ? নাকি এ কোনও অন্যরকম ষড়যন্ত্র ?
সংবাদসূত্রে জানা যায়, সলমন খানের (Salman Khan) এক মহিলা অনুরাগী তাঁর পানভেলের ফার্মহাউসের সামনে পৌঁছে যান এবং তাঁর বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন যে তিনি অভিনেতাকে বিয়ে করতে চান। জোরে জোরে চেঁচিয়ে অভিনেতাকে ডাকছিলেন তিনি। তাঁর এই চিৎকার শুনে প্রতিবেশি ও সলমনের ফার্মহাউসের কর্মীরা পুলিশকে ডাকতে বাধ্য হয়।
আশেপাশের মানুষজন এই গোটা ঘটনাটি রেকর্ড করেছেন। তাদের বয়ানেই জানা যায় যে, সেই মহিলা অনুরাগীর বয়স মাত্র ২৪ বছর। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পানভেল তালুক আধিকারিক পুলিশরা সেই অনুরাগীকে গ্রেফতার করেন এবং তাঁকে কাউন্সেলিং করানোর জন্য স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল অ্যাসোসিয়েশন ফর লাভ (SEAL) এর কাছে নিয়ে যায়। এমন ঘটনা বলিউড তারকাদের নিয়ে খুবই সাধারণ। কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে অভিনেতা কার্তিক আরিয়ানকে দেখে তাঁর এক ভক্ত কাঁদতে শুরু করেছিলেন।
জানা গিয়েছে, শুধুমাত্র সলমনকে (Salman Khan Firing Case) বিয়ে করার উদ্দেশ্যেই দিল্লি থেকে একা একা সেই মেয়েটি নভি মুম্বইয়ে চলে আসেন। এতে তাঁর পরিবারের সদস্যরাও বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। এর আগে নাকি সেই মেয়েটিকে মানসিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল মুম্বইয়ের এমজিএম হাসপাতালে। মহারাষ্ট্রের এই পানভেল ফার্মহাউজে নিত্য যাতায়াত রয়েছে সলমনের। কয়েকদিন আগেই নভি মুম্বই পুলিশ জানায় যে সেখানেই তাঁর গাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা। এমনকী তদন্তে সম্প্রতি উঠে আসে যে, সলমনকে হত্যার জন্য পাকিস্তান থেকে নাকি চোরাপথে আগ্নেয়াস্ত্র আমদানি করা হয়েছিল ভারতে।
আরও পড়ুন: Sourav Ganguly: সিনেমায় ডোনার ভূমিকায় অভিনয় করবেন কে? বায়োপিক নিয়ে কী আপডেট দিলেন সৌরভ?