Salman Khan: শাহরুখের ছবি মুক্তির দিনই প্রকাশ্যে সলমনের নতুন ছবির ঝলক
Salman Khan: 'পাঠান'-এ সলমন খানের উপস্থিতি দর্শকদের মনে ধরেছে। সলমনের ঝলক দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন মানুষ। টিজারের শেষে দেখা মিলল রক্তাক্ত সলমনের
কলকাতা: এ যেন সলমন খান (Salman Khan)-এর ধারারই ছবি। মুক্তি পেল 'কিসি কা ভাই কিসি কি জান' ( Kisi Ki bhai kisi Ki Jaan)-এর টিজার। ১ মিনিট ৪০ সেকেন্ডের এই টিজারে একদম চেনা মেজাজে ধরা দিলেন বলিউডের ভাইজান। 'কিসি কা ভাই কিসি কি জান' পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি।
এই ছবিকে সলমনের বিপরীতে রয়েছেন পূজা হেগড়ে (Puja Hegre), টিজারে দেখা মিলল তাঁরও। ইদে মুক্তি পাবে সলমন খানের এই ছবি। গতকালই মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan)-এর ছবি 'পাঠান'। প্রথম দিন বক্স অফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে এই ছবি। আর 'পাঠান' মুক্তির আগে প্রত্য়েক প্রেক্ষাগৃহেই দেখানো হয়েছিল 'কিসি কা ভাই কিসি কি জান' -এর টিজার।
আরও পড়ুন: Pathaan: সব রেকর্ড ভেঙে চুরমার! প্রথমদিন কত টাকার ব্যবসা হল 'পাঠান'-এর?
অন্যদিকে 'পাঠান'-এ সলমন খানের উপস্থিতি দর্শকদের মনে ধরেছে। সলমনের ঝলক দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন মানুষ। টিজারের শেষে দেখা মিলল রক্তাক্ত সলমনের। তবে চোখে-মুখে দৃঢ়তার ছাপ স্পষ্ট। তাঁর মুখে শোনা গেল দুর্দান্ত সংলাপ, ‘যখন মন, শরীর বলে অনেক হয়েছে ভাই, এবার তো থামো, আমি বলি… ব্রিং ইট অন’।
এই ছবিতে শুরু অভিনেতা নন, সলমন খান রয়েছেন প্রযোজকের ভূমিকাতেও। করোনা পরিস্থিতির জেরে বেশ কয়েক বছর সলমনের সিনেমা মুক্তি পায়নি। আর ফের একবার নিজস্ব স্টাইলে দর্শকদের উপহার দিতে তৈরি সলমন। অভিনেতার কিছু নির্দিষ্ট অনুরাগী রয়েছেন। তাঁদের কথা ভেবেই ঈদে ছবি মুক্তি পাচ্ছে সলমনের। ২০২৩ সালে শুধু ‘কিসি কা ভাই, কিসি কা জান’ই নয় মুক্তি পাবে সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩'-ও। এই ছবিতে ফের একবার ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটিতে দেখা যাবে সলমন খানকে।
View this post on Instagram