Pathaan: সব রেকর্ড ভেঙে চুরমার! প্রথমদিন কত টাকার ব্যবসা হল 'পাঠান'-এর?
Pathaan: সঠিক বক্স অফিস কালেকশন এখনও জানা না গেলেও, ট্রেড অ্যানালিস্টদের ধারণা, প্রথমদিনই সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে 'পাঠান'।
![Pathaan: সব রেকর্ড ভেঙে চুরমার! প্রথমদিন কত টাকার ব্যবসা হল 'পাঠান'-এর? Pathaan Day 1 Box Office Collection: Shah Rukh Khan-starrer film breaks records; slap to members of boycott gang, know in details Pathaan: সব রেকর্ড ভেঙে চুরমার! প্রথমদিন কত টাকার ব্যবসা হল 'পাঠান'-এর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/26/8068612fb6b45b1f1a94b6b8ac2ff9ad1674697031299453_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি 'পাঠান' (Pathaan)। 'জিরো' মুক্তির চার বছর পর পর্দায় ফিরেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। 'পাঠান' ছবিটিকে ঘিরে দর্শকেরা কতটা উত্তেজিত ছিলেন, তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল নেট দুনিয়ায়। আর এবার দর্শকদের উত্তেজনার প্রভাব পড়ল বক্স অফিস কালেকশনে। সঠিক বক্স অফিস কালেকশন এখনও জানা না গেলেও, ট্রেড অ্যানালিস্টদের ধারণা, প্রথমদিনই সমস্ত রেকর্ড ভেঙে ফেলতে পারে 'পাঠান'।
'পাঠান'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশন-
ইতিমধ্যেই বেশ কিছু বক্স অফিস কালেকশন সামনে এসেছে। যেখানে জানানো হয়েছে যে, সমস্ত বক্স অফিস কালেকশন ভেঙে ফেলেছে 'পাঠান'। শাহরুখ খানের ছবি ১১০ কোটি টাকা পেরিয়ে যেতে চলেছে। আর সেই কারণেই প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস তাদের শো বাড়াতে বাধ্য হয়েছে।
অন্য আর একটি মাধ্যমে দাবি করা হয়েছে যে, শুধু দেশেই নয়, বিশ্ব জুড়ে ব্যাপক মাত্রায় ব্যবসা করেছে 'পাঠান'। প্রথম দিন বিশ্ব জুড়ে রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। বিশ্বজুড়ে দুদিনে এই ছবি ব্যবসা করতে চলেছে ১৭৫ কোটি টাকার মতো।
অন্যদিকে, 'পাঠান' দেখার পরে অনুরাগ কাশ্যপ বলছেন, 'শাহরুখ খানকে এত সুন্দর, এত অপূর্ব আগে কখনও লাগেনি। আমি ওকে দেখতে এসেছিলাম, আমার মন ভাল হয়ে গিয়েছে। আর এত ভয়ঙ্কর অ্যাকশন শাহরুখ নিজের কেরিয়ারে এই প্রথমবার করল। আমার তো মনে হয় না এই ধরনের অ্যাকশন ও আর করেছে। এই ছবিটার জন্য শরীরচর্চা করে শাহরুখ যে শারীরিক গঠন তৈরি করেছে, সেটা প্রশংসনীয়।'
আরও পড়ুন - Padma Awards 2023: পদ্মশ্রী পেলেন বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন
প্রসঙ্গত, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি সামনে এসেছে 'পাঠান' ছবিতে শাহরুখ খানের পারিশ্রমিকের অঙ্ক। যা জেনে চোখ কপালে উঠছে নেটিজেনদের। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিং খান। তাঁর মতো পারিশ্রমিক নিচ্ছেন না আর কেউই। শাহরুখ ছাড়া পরিচালক সিদ্ধার্থ আনন্দ ছবিটি পরিচালনা করার জন্য তিনি ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। জন আব্রাহাম এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি টাকা। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি টাকা। তবে, এই ছবিতে সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা গেলেও, তিনি কোনও টাকাই পারিশ্রমিক নেননি বলেই খবর সূত্রের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)