এক্সপ্লোর
সলমনের পরামর্শেই ফেসবুক অ্যাকাউন্ট ক্যাটরিনার?

মুম্বই: সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে নিজের অ্যাকাউন্ট খুলেছেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ। এতে তাঁর অনুরাগীরা দারুন খুশি। কারণ, এখন থেকে তাঁরা বলিউড তারকার সঙ্গে সরাসরি কথাবার্তা বলতে পারবেন। এমনকি, তাঁর কাজকর্ম সম্পর্কে নিয়মিত তথ্য জানার সুযোগ থাকছে। এতদিন কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক থেকে দূরেই ছিলেন ক্যাটরিনা। ব্যক্তিগত জীবনে খুবই অন্তর্মুখী ক্যাট অনলাইন প্ল্যাটফর্মটি এড়িয়েই চলেছেন। কিন্তু এবার তিনি যে ফেসবুকে এলেন, সেজন্য তাঁর অনুরাগীরা একজনকে ধন্যবাদ দিতে পারেন। তিনি হলেন সলমন খান। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ফেসবুকে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে ক্যাটকে নাকি রাজি করিয়েছেন সলমনই। সলমন ক্যাটারিনাকে বোঝান যে, ফেসবুকে থাকলে যে কোনও বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে পারবেন তিনি। আর এরপরই নিজের জন্মদিনে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেন ক্যাট। ফেসবুকে ক্যাটকে স্বাগত জানান সলমন। জবাবে ক্যাটরিনা লেখেন, ‘ধন্যবাদ, সুলতান’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















