Salman Khan House Firing: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার ২
Salman Khan: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গুজরাতের ভূজ থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
মুম্বই: বান্দ্রা ওয়েস্টে (Bandra West) সলমন খানের (Salman Khan) বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার (2 Accused Arrested) করল মুম্বইয়ের অপরাধ দমন শাখা (Mumbai Crime Branch)। সোমবার রাতে অভিযুক্তদের গুজরাতের ভূজ থেকে পাকড়াও করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
সলমনের বাড়ির সামনে চলল গুলি, গ্রেফতার ২
মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে বলা হয়েছে, 'উভয় অভিযুক্ত, যারা গুলি চালানোর পর মুম্বই থেকে পালিয়ে যায়, তাদের গ্রেফতার করা হয়েছে গুজরাতের ভূজ থেকে।' আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে আসা হবে মুম্বইয়ে।
রবিবার সকালে সলমন খানের বাসভবন 'গ্যালাক্সি'র সামনে যে গুলি চালানোর ঘটনা ঘটে, তাতে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাদের গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনায় সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়।
#WATCH | Two accused identified as Vicky Gupta and Sagar Pal were arrested by the Mumbai Crime Branch from Gujarat's Bhuj, in connection with the firing incident outside the residence of actor Salman Khan.
— ANI (@ANI) April 16, 2024
(Source: Bhuj Police) pic.twitter.com/JdtXZVQrZj
প্রাথমিক তদন্ত অনুযায়ী, ২ অভিযুক্ত ঘটনাস্থলে পৌঁছয় মোটরসাইকেলে করে, হেলমেটে মুখ ঢেকে, এবং যা দেখে আন্দাজ করা হচ্ছে যে পুরোটাই 'নিপুণভাবে পরিকল্পনা' করা হয়েছিল আগেই। ওইদিন মোট ৪ রাউন্ড গুলি চালানো হয় এবং যার ফলে ঘটনাস্থলে গুলির চিহ্ন স্পষ্ট রয়ে যায়। ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম বিকি গুপ্তা ও সাগর পাল।
এর আগে, মুম্বইয়ের অপরাধ দমন শাখা, দুই ব্যক্তিকে গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে তলব করে এবং জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনার পর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ফোনে বলিউডের 'ভাইজান'-এর সঙ্গে কথা বলেন পুরো ব্যাপারটা নিয়ে। মুম্বই পুলিশ কমিশনারের সঙ্গেও রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেন বলে খবর, এবং তিনি অভিনেতার নিরাপত্তা বাড়ানোর সুপারিশও করেন।
আরও পড়ুন: AP Dhillon: পারফর্ম্যান্সের পর মঞ্চে ভাঙলেন গিটার, ভিডিও পোস্ট করতেই কটাক্ষের শিকার গায়ক এ পি ঢিলোঁ
২০২২ সালের নভেম্বর মাস থেকে, সলমন খানের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে ওয়াই-প্লাস করা হয়েছে যার মূল কারণ ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের তরফ থেকে লাগাতার হুমকি। সলমন খানকে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহন করারও অনুমোদন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য একটি বিশেষ ধরনের নতুন গাড়িও কিনেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।