Salman Khan: সলমনকে 'ভয় দেখাতে' কয়েক লক্ষ টাকার সুপারি! পুলিশের হাতে নয়া তথ্য
Salman Khan House Firing: সংবাদসংস্থা এএনআই-কে পুলিশ সূত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পানভেলে সলমন খানের ফার্মহাউসে একটি রেকি করে।
![Salman Khan: সলমনকে 'ভয় দেখাতে' কয়েক লক্ষ টাকার সুপারি! পুলিশের হাতে নয়া তথ্য Salman Khan House Firing: Shooters Were Promised 4 Lakh rupees Supari Salman Khan: সলমনকে 'ভয় দেখাতে' কয়েক লক্ষ টাকার সুপারি! পুলিশের হাতে নয়া তথ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/18/7abf4ce855c5224cc0521bb1db786ce81713421464566223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সলমন খানের বাড়িতে গুলি চলার ঘটনায় এবার উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এর আগে জানা গিয়েছিল, অভিনেতা সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ছক কষা হয়েছিল আমেরিকায়। এবার পুলিশ সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে রয়েছে কয়েক লক্ষ টাকার সুপারি।
পুলিশ সূত্রের মতে, পলক এবং তার সঙ্গী ভিকি গুপ্তা দুজনকেই শুটিং করার জন্য ৪ লক্ষ লক্ষের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে ১ লক্ষ অগ্রিম দেওয়া হয়েছিল। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের মতে, উদ্দেশ্যটি ছিল সলমন খানকে হত্যা করা নয় বরং তাকে ভয় দেখানো।
সংবাদসংস্থা এএনআই-কে পুলিশ সূত্রে বলা হয়েছে, অভিযুক্তরা পানভেলে সলমন খানের ফার্মহাউসে একটি রেকি করে। উভয় পরিবারের বক্তব্য বিহারে রেকর্ড করা হয়েছে। প্রায় ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা এবং অন্যান্য রাজ্য থেকে ডাকা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যে মোটর বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, সেটির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের পানভেলের। সলমন খানের ফার্ম হাউসও পানভেলে।
সূত্রের খবর, মোটর বাইকটির মালিকের তথ্য সংগ্রহ করছে পুলিশ। সেটি চুরি হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। গুলি চালানোর পর মাউন্ট মেরি চার্চের কাছে মোটর বাইকটি ফেলে পালায় দুষকৃতীরা। তারা মুম্বই শহরের বাইরে চলে গিয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ।
আরও পড়ুন, সাতাশেই সব শেষ, চির ঘুমের দেশে জনপ্রিয় ইউটিউবার 'Angry Rantman' অভ্রদীপ
বান্দ্রায় সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালায় মোটর বাইকে করে আসা দুই অজ্ঞাত পরিচয় দুষকৃতী। মাথায় হেলমেট পরেছিল তারা। অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদের বয়ানের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। এবার ঘটনায় তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)