এক্সপ্লোর
সলমন তাঁর স্বামী দাবি করে বাড়িতে ঢুকে পড়লেন এক মহিলা

মুম্বই: সলমন খানের ফ্যান ফলোয়ার যে কত, তা তাঁর সিনেমার রেসপন্স দেখলেই বোঝা যায়। ছেলেদের মতো মেয়েরাও বলিউডের এই ম্যাচো হিরোর ফ্যান। তাঁর জন্য অনুরাগীদের মাতামাতি চোখে পড়ার মতো। কিন্তু অনেক ক্ষেত্রেই তা মাত্রা ছাড়িয়ে যায়। এমনই একটা ঘটনা ঘটল সলমনের সঙ্গে। এক মহিলা সলমনকে তাঁর স্বামী দাবি করে সোজা ঢুকে পড়লেন বাড়িতে। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। চলতি সপ্তাহের শুরুতেই এই ঘটনা ঘটেছে। সলমনের অ্যাপার্টমেন্টের নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়ে দরজায় ধাক্কা দিতে শুরু করেন। এরপরই বিষয়টি নজরে আসে সবার। সেই সঙ্গে পুলিশকে খবর দিতেও গিয়েও ভুল হয়ে যায়। ফোন চলে যায় দমকলের কাছে। দমকল কর্মীরা এসে ওই মহিলাকে বাইরে নিয়ে যান। ওই সময় ওই মহিলা প্রচুর চিত্কার-চেঁচামেচি জুড়ে দেন। দাবি করতে থাকেন, সলমন তাঁর স্বামী। বান্দ্রা থানার সিনিয়র ইন্সপেক্টর জানিয়েছেন, এই ঘটনায় কোনও অভিযোগ জমা পড়েনি। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই কমপ্লেক্সের বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে শৌচাগারে দেখতে পেয়েছিলেন। ওই ব্যক্তিও নিরাপত্তা কর্মীদের নজর এড়িয়ে ভেতরে ঢুকে পড়েছিল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















