Salman Khan: ছেলের গালে স্নেহের চুম্বন সলমনের মায়ের, মামাকে খাইয়ে দিল পুঁচকে আয়াত, CCL-এর প্রথম দিনের ভিডিও ভাইরাল
Celebrity Cricket League: সোশ্যাল মিডিয়ায় এদিন একাধিক ভিডিও আরও ভাইরাল হয়। সেখানে সলমন খানকে ভাই সোহেল ও বোন অর্পিতার সঙ্গে দেখা যায়। সিসিএল ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা গেল তাঁকে।
নয়াদিল্লি: শারজায় শুরু হল 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। গোটা দেশের একাধিক তারকাদের নিয়ে তৈরি টিমের মধ্যে খেলা। প্রথম দিনের শুরুর ম্যাচ ছিল মুম্বই হিরোজ (Mumbai Heroes) ও কেরালা স্ট্রাইকার্সের (Kerala Strikers) মধ্যে। খেলা দেখতে হাজির হয়েছিলেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। তাঁর ভাই ও অভিনেতা সোহেল খানের সঙ্গে থাকতে হাজির হয়েছিলেন 'সিসিএল' (CCL) সিজন ১০-এ। সেখান থেকেই একাধিক ভিডিও ভাইরাল হল সলমনের।
মায়ের গালে চুম্বন, ভাইরাল মিষ্টি ভিডিও
সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে মা সুশীলা চরকের সঙ্গে কথা বলছেন অভিনেতা। গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন তিনি। সেখানেই মায়ের সঙ্গে কথা বলতে বলতে, তাঁর কপালে, গালে আদুরে চুম্বন করলেন তারকা পুত্র। বাদ গেলেন না মাও। ছেলের গালে স্নেহের চুম্বন আঁকলেন তিনিও। এদিন দেখা গেল ভাগ্নে ও ভাগ্নি, আহিল ও আয়াতের সঙ্গে কথা বললেন সলমন। বোন অর্পিতা খানের দুই সন্তান তাঁরা।
শুধু যে আয়াত ও আহিলের সঙ্গে কথা বলেই চলে এলেন তা নয়। মামার সঙ্গে ভাগ্নে-ভাগ্নির সম্পর্ক বেশ মজার তা আগেও দেখা গেছে। এদিনের ভিডিওয় দেখা গেল সলমনকে খাইয়ে দিচ্ছে খুদে আয়াত। ভাই বোন বসে খেলা দেখতে মগ্ন, মাঝে রাখা একগুচ্ছ খাবার। তার থেকেই ফ্রেঞ্চ ফ্রাই তুলে মামাকে খাইয়ে দিল আয়াত। বাধ্য মামা তা খেয়েও নিলেন। গল্পগুজব সেরে বেরিয়ে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়তে ও অন্যান্যদের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। এদিন তাঁকে নীল শার্ট, ডেনিম ও কালো জুতো পরে দেখা গেল।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় এদিন একাধিক ভিডিও আরও ভাইরাল হয়। সেখানে সলমন খানকে ভাই সোহেল ও বোন অর্পিতার সঙ্গে দেখা যায়। সিসিএল ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা গেল তাঁকে। একটি ভিডিও ক্লিপে ইউলিয়া ভান্তুরকেও দেখা গেল।
প্রসঙ্গত, 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'-এর দশম সিজন শুক্রবার শুরু হয়েছে শারজায়। ২০ টি ম্যাচ হবে, যাতে মোট ৮টি টিম মিলিয়ে অংশ নেবে ২০০-এরও বেশি ফিল্মস্টার। টিমগুলি হল হিন্দি, পাঞ্জাবী, ভোজপুরী, বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।