এক্সপ্লোর
প্রকাশ্যে এল 'দাবাং থ্রি' এর টিজার, চুলবুলে মজে নেটিজেনরা
৫২ সেকেন্ডের এই টিজারে শোনা যাচ্ছে সলমনের গলা, থুরি চুলবুল পাণ্ডের গলা। তিনি বলছেন, ছবি যখন তাঁর, পোস্টার যখন তাঁর, তখন সলমন নন, চুলবুল পাণ্ডেই করবেন ছবির প্রচার।

নয়াদিল্লি: মঙ্গলবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত 'দাবাং থ্রি' এর টিজার। সলমন খানের হাত ধরেই সামনে এল ছবির টিজার। ৫২ সেকেন্ডের এই টিজারে শোনা যাচ্ছে সলমনের গলা, থুরি চুলবুল পাণ্ডের গলা। তিনি বলছেন, ছবি যখন তাঁর, পোস্টার যখন তাঁর, তখন সলমন নন, চুলবুল পাণ্ডেই করবেন ছবির প্রচার। অর্থাত্ এই ছবির প্রচারে সর্বত্র চুলবুল পাণ্ডে হয়েই হাজির হবেন সলমন। টিজারেও চুলবুলের মুখে শোনা যাবে সেই বিখ্যাত ডায়লগ,'স্বাগত তো করো হামারা'।
Hello! My name is Chulbul Pandey.
Nice to meet you! #Dabangg3WithChulbulPandeyhttps://t.co/veZjWKAwyp @arbaazSkhan @sonakshisinha @saieemmanjrekar @PDdancing @KicchaSudeep @nikhil_dwivedi @SKFilmsOfficial @saffronbrdmedia
— Chulbul Pandey (@BeingSalmanKhan) October 1, 2019
সলমন ট্যুইটার অ্যাকাউন্টে নিজের নামও বদলে ফেলে রেখেছেন, চুলবুল পাণ্ডে। রাজ্জোর চরিত্রে আছেন সোনাক্ষী সিংহ। দাবাং সিরিজের তৃতীয় ছবির পরিচালনার দায়িত্বে প্রভু দেবা। দাবাং-এর পরিচালনা করেছিলেন অনুরাগ কাশ্যপ ও অভিনব কাশ্যপ। দাবাং টু এর পরিচালনা করেছিলেন আরবাজ খান। যদিও দাবাং থ্রি এও অভিনয় করছেন আরবাজ। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















