Salman in Tiger 3 Set: 'টাইগার থ্রি'-তে সলমন খানের নতুন লুক মুহূর্তে ভাইরাল
সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করছেন আর এক বলিউড নায়ক ইমরান হাশমিও।
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সলমন খানের (Salman Khan) নতুন লুক প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল। এই মুহূর্তে ভাইজানের নতুন ছবি 'টাইগার থ্রি'-র (Tiger 3) শ্যুটিং চলছে রাশিয়ায়। নীল জিনস, সাদা টি-শার্ট, লাল জ্যাকেট, বড় চুল এবং লাল দাড়িতে মুহূর্তে ভাইরাল সলমনের নতুন লুক।
টাইগার ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'টাইগার থ্রি' নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সলমন খান, ক্যাটরিনা কাইফের পাশাপাশি শোনা যাচ্ছে এই ছবিতে অভিনয় করছেন আর এক বলিউড নায়ক ইমরান হাশমিও। যদিও 'মার্ডার' অভিনেতা এই মুহূর্তে তাঁর মুক্তিপ্রায় ছবি 'চেহরা'-র প্রোমোশনে ব্যস্ত। একটি সাক্ষাৎকারে ইমরান হাশমিকে প্রশ্ন করা হয় যে, সলমন খানের বিপরীতে তাঁর অভিনয় দর্শকরা কতটা পছন্দ করবে আর কেনই বা পছন্দ করবে? উত্তরে ইমরান হাশমি বলেন যে, 'কারণ আমি একজন ভালো অভিনেতা'।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে অন্যান্য ইন্ডাস্ট্রির মতো কোপ পড়েছে সিনেমা জগতেও। প্রথমত এক বছরেরও বেশি সময় ধরে সিনেমাহল বন্ধ ছিল। পরবর্তীকালে ৫০ শতাংশ দর্শক নিয়ে হল চালু হলেও সংক্রমণের আশঙ্কায় কত দর্শক টিকিট কেটে সিনেমা দেখতে আসবেন, তারও একটা সংশয় থেকেই যায়। তাই ছবি মুক্তির ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্ম একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সলমন খানের 'রাধে' কিংবা অক্ষয় কুমারের 'লক্ষ্মী' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও দর্শকদের টানতে ব্যর্থ হয়। ফলস্বরূপ প্রভাব পড়ে ছবির বর্স অফিস কালেকশনে। কীভাবে অতিমারির পরিস্থিতিতে শ্যুটিং হবে? প্রসঙ্গে আদিত্য চোপড়া জানিয়েছিলেন যে, ছবির শ্যুটিংয়ে যেমন কোনও সমঝোতা করা হবে না, তেমনই যাতে সংক্রমণের কোনও সম্ভাবনা না থাকে, সেদিকেও কড়া নজর থাকবে।
গত সপ্তাহেই 'টাইগার থ্রি'-র শ্য়ুটিংয়ের জন্য রাশিয়ায় উড়ে গিয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। জুলাই থেকেই এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইজানের নতুন লুক প্রকাশ হওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। রাশিয়ায় সলমনের অনুরাগীরাও তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। যা ভাইজানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।