Salman Khan: বিলাসিতার চিহ্নমাত্র নেই, এক কামরার ঘরে থাকেন সলমন: মুকেশ ছাবড়া
Salman Khan News: মুকেশের কথায়, 'সলমন মানুষ হিসেবে খুব সৎ এবং সবসময় মানুষের সাহায্যে পাশে এসে দাঁড়ান। অনেক সময় মানুষ ওঁকে ভুলও বোঝেন।'
কলকাতা: কেমন হয় তারকাদের জীবনযাত্রা? বিলাসবহুল বাড়ি, বারন্দায় দাঁড়ালেই আরব সাগরের সৌন্দর্য্য.. আরও কত কী। বলিউড তারকাদের বাড়ির অন্দরমহল সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন অনেকেই। কিন্তু বলিউডের প্রথম সারির এই তারকা নাকি মোটেই এত বিলাসিতার জীবনযাপন করেন না। তাঁর বসবাস নাকি এক কামরার একটা ফ্ল্যাটে! তিনি সলমন খান (Shalman Khan)।
এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন বলিউডের কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া (Mukhesh Chabra)। সলমন ও মুকেশের সম্পর্ক দীর্ঘদিনের। একে অপরের সঙ্গে একাধিক কাজ করেছেন তাঁরা। মুকেশের বক্তব্য, এত বছরে একটুও বদলাননি সলমন। মুকেশের মতে, সলমনই হলেন একমাত্র অভিনেতা, যিনি রাত ৩টে হলেও ফোনের জবাব দেন সবসময়।
মুকেশের কথায়, 'সলমন মানুষ হিসেবে খুব সৎ এবং সবসময় মানুষের সাহায্যে পাশে এসে দাঁড়ান। অনেক সময় মানুষ ওঁকে ভুলও বোঝেন। খুব সাধারণভাবে কিছু কথা বললেও সেটাকে অন্যভাবে নেন মানুষ'। মুকেশ আরও বলেন, 'সলমন একটা খুব সাধারণ জীবনযাত্রা পালন করেন। অনেকেই হয়তো জানেন না, সলমন যেখানে থাকেন, সেটা আসলে একটা ১ কামরার ফ্ল্যাট। সেখানে মাত্র একটা সোফা, একটা ডাইনিং টেবিল, একটা ছোট্ট জিমের ঘর আর বাইরের মানুষ এলে তাঁদের সঙ্গে কথা বলার জন্য একটা জায়গা রেছে। এছাড়া রয়েছে একটা বেডরুম। দামি জিনিস কেনার দিকে সলমনের আগ্রহ নেই কখনও। সলমন যে কোনও রকম খাবার খেতে পারেন আর একটা খুব সাধারণ জীবনযাত্রার মধ্যে বাঁচতে পারেন। আমি ১৫ বছর ধরে ওকে দেখছি। ওর কোনও পরিবর্তন নেই। আর এই কারণেই হয়তো সলমন সমস্ত বয়সের মানুষের থেকে এত ভালবাসা পান। অনেকে ভাবতেই পারেন না যে বলিউডের প্রথম সারির একজন তারকার জীবনযাত্রা এত সাদামাটা হতে পারে।'
মুকেশ জানান, কাজ সংক্রান্ত কোনও কথা বলার আগে তিনি বোঝার চেষ্টা করেন সলমনের মেজাজ কেমন আছে। ৩০ বছর ধরে স্টারডম ধরে রাখা সহজ নয়, তা মানেন মুকেশ। আগামীতে কিসি কা ভাই, কিসি কা জান (Kisi ka Bhai Kisi Ka Jaan) ছবিতে দেখা যাবে সলমনকে।