Salman Khan Telugu Debut: তামিল ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে সলমন খানের
সোশ্যাল মিডিয়ায় এদিন সলমন খান ও চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ করা হয়। যাব় মাধ্যমেই জানা যায়, 'গডফাদার' ছবি দিয়ে তামিল ছবির জগতে আত্মপ্রকাশ হতে চলেছে বলিউডের ভাইজানের।
মুম্বই: বলিউডে রাজত্ব করাকালীনই এবার তামিল ছবির জগতে আত্মপ্রকাশ হতে চলেছে সলমন খানের। এদিন দক্ষিণী তারকা চিরঞ্জীবী এই খবরের সত্যতা স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় এদিন সলমন খান (Salman Khan) ও চিরঞ্জীবীর একটি ছবি প্রকাশ করা হয়। যাব় মাধ্যমেই জানা যায়, 'গডফাদার' ছবি দিয়ে তামিল ছবির জগতে আত্মপ্রকাশ হতে চলেছে বলিউডের ভাইজানের।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দক্ষিণী তারকা চিরঞ্জীবী সলমন খানকে স্বাগত জানিয়ে লিখেছেন, 'গডফাদার' ছবির টিমে তোমাকে স্বাগত সলমন খান। তোমার আগমন সবাইকে আরও উজ্জীবিত করে তুলেছে। পরবর্তী পদক্ষেপের জন্য আর অপেক্ষা করতে পারছি না। তোমার সঙ্গে স্ক্রিন শেয়ার করব এটাই অসাধারণ আনন্দের। দর্শকদের কাছে তোমার উপস্থিতি নিঃসন্দেহে জাদু তৈরি করে।'
জানা যাচ্ছে, 'গডফাদার' ছবিতে সলমন খান, চিরঞ্জীবী ছাড়াও দেখা যেতে পারে দক্ষিণী অভিনেতা রাম চরণ এবং জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে। সূত্রের খবর, 'গডফাদার' ছবিটি আসলে তেলুগু ছবি 'লুসিফার'-এর রিমেক।
আরও পড়ুন - Pathan: 'পাঠান' ছবিতে শাহরুখ খানের এইট প্যাক অ্যাবসের ছবি ফাঁস! তোলপাড় নেট দুনিয়া
প্রসঙ্গত, সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'টাইগার থ্রি' ছবির একটি বিশেষ ভিডিও পোস্ট করেন সলমন খান (Salman Khan)। সঙ্গে লেখেন, 'আমরা সবাই নিজের নিজের খেয়াল রাখি। টাইগার থ্রি আসছে আগামী বছর ইদে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। আগামী ২১ এপ্রিল ২০২৩-এ আপনার কাছের প্রেক্ষাগৃহে আসছে 'টাইগার থ্রি'। দেখা হচ্ছে সিনেমা হলে।' 'টাইগার থ্রি' (Tiger 3) ছবির মুক্তির দিন ঘোষণা হতেই ব্যাপক উচ্ছ্বসিত ভাইজানের অনুরাগীরা। ভিডিওর নিচে কমেন্টে তাঁরা ভরিয়ে দিয়েছেন। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'উত্তেজনার পারদ চড়ছে।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'দুর্দান্ত ভাই। মজা লাগছে। ২০২৩-এর ইদে তুফান আসবে।' আবার কেউ লিখেছেন, 'সমস্ত গুপ্তচরের বাবা সলমন খান আসছে। বক্স অফিসে সুনামি হবে'। অনুরাগীদের কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলতে চলেছে 'টাইগার থ্রি।'