এক্সপ্লোর
সুনীল শেট্টির ছেলে আহানকে বলিউডে স্বাগত জানালেন সলমন

মুম্বই: বোন আথিয়ার পর ভাই আহান। বলিউডে পা রাখতে চলেছেন আর এক তারকা পুত্র। সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি তাঁর প্রথম ছবিতে স্বাক্ষর করেছেন। আর এ জন্য তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন স্বয়ং সলমন খান। টুইটারে সলমন লিখেছেন
Ahan Looking good! I'm so happy Just heard you signed a film with Grandson @NGEMovies Welcome to the Indian film Industry . pic.twitter.com/VI0V7t3m3S
— Salman Khan (@BeingSalmanKhan) November 30, 2016
প্রযোজন সাজিদ নাদিয়াওয়ালার ছবিতে কাজ করবেন আহান। এখন অভিনয়ের পাঠ নিচ্ছেন তিনি। তাঁর বোন আথিয়াকে সলমনই বলিউডে এনেছেন ‘হিরো’-র রিমেক ভার্সনে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















