Salman-Shah Rukh: সলমনের 'টাইগার ৩'-তে শাহরুখের ক্যামিও দৃশ্যের জন্য ৪৫দিন ধরে তৈরি হল বিশাল সেট
Salman-Shah Rukh News: এপ্রিল মাসে শ্যুটিং হওয়ার কথা 'টাইগার ৩' ছবিতে শাহরুখ খানের অংশের। সূত্রের খবর, যেখানে এই দৃশ্য শ্যুট হবে, তার জন্য ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে সেট
কলকাতা: আজই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'পাঠান' (Pathaan)। অনেকে প্রেক্ষাগৃহে দেখে ফেললেও একবার ওটিটিতে ঝালিয়ে নিচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan) ও সলমন খানের (Salman Khan)-এর সেই যুগলবন্দি দৃশ্য। আর.. অপেক্ষায় আরও একটি এমনই দৃশ্যের সাক্ষী হওয়ার। সলমন খানের নতুন ছবি টাইগার ৩ (Tiger 3)-তে ক্যামিও চরিত্র দেখা যাবে শাহরুখ খানকে।
এপ্রিল মাসে শ্যুটিং হওয়ার কথা 'টাইগার ৩' ছবিতে শাহরুখ খানের অংশের। সূত্রের খবর, যেখানে এই দৃশ্য শ্যুট হবে, তার জন্য ইতিমধ্যেই প্রায় প্রস্তুত হয়ে গিয়েছে সেট। ৪৫ দিন সময় লেগেছে বিগ বাজেট এই সেটটি বানাতে। বিশাল এই সেটেই শ্যুটিং হবে শাহরুখ ও সলমনের অ্যাকশন সিকোয়েন্সের। নির্মাতাদের আশা, 'পাঠান'-এর মতোই রোমহর্ষক হবে টাইগার ৩ ছবিতে শাহরুখ সলমনের এই অ্যাকশন সিকোয়েন্স।
ঘনিষ্ঠ সূত্রে খবর, টাইগার ৩ ছবিটির বিভিন্ন সিন ও চিত্রনাট্যে বিপুল পরিমাণে বদল আনা হয়েছে 'পাঠান' মুক্তির পর। ছবিতে শাহরুখ ও সলমনের একসঙ্গে দৃশ্যের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে বেশ কিছু দৃশ্যও যোগ করা হয়েছে বলে খবর। টাইগার ৩'-এর শ্যুটিং এমনিতে শেষ হয়েই গিয়েছিল, কিন্তু দুই খানের একসঙ্গে দৃশ্যগুলির শ্যুট তাঁরা করেননি। সকলেই 'পাঠান' মুক্তির অপেক্ষায় ছিলেন। দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষাতেই ছিলেন নির্মাতারা। সেই প্রতিক্রিয়া পাওয়ার পরেই এপ্রিল মাসে ৭ দিনের জন্য শ্যুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: Kanar Johar: বিমানবন্দরে প্রবেশের মুখে নিরাপত্তারক্ষীরা আটকালেন কর্ণকে, কী হয়েছিল?
তবে এই প্রথম যে দুই তারকা একে অপরের ছবিতে ক্যামিও করছেন তা নয়। 'কর্ণ অর্জুন' ছবিতে একসঙ্গে তাঁরা অভিনয় করেন। ২০১৮ সালে শাহরুখ খানের 'জিরো' ছবিতে ক্যামিও করেছিলেন সলমন। অন্যদিকে ভাইজানের 'টিউবলাইট' ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেন শাহরুখ। এগুলো হালকা প্রতিক্রিয়া পেলেও 'পাঠান' দর্শকদের মনে ঝড় তোলে। সম্ভবত সেই কারণেই এবার 'টাইগার ৩' দিয়ে বেশি সাবধানী নির্মাতারা।
প্রসঙ্গত, এখন শাহরুখ খান ব্যস্ত তাঁর আগামী ছবি 'জওয়ান' নিয়েও। দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এই ছবিতে দেখা যাবে নয়নতারা ও বিজয় সেতুপতিকেও। চলতি বছরের ২ জুন মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে সলমন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'র। এই বছরের ইদে মুক্তি পেতে চলেছে ছবি।