Samantha Ruth Prabhu: অভিনেত্রী এখানে দেবীর আসনে, পুজো হয় তাঁর! সামান্থা রুথ প্রভুর নামে মন্দির বানিয়ে তাক লাগালেন ভক্ত অনুরাগী
Samantha Ruth Prabhu Temple: সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে এই ভক্ত অভিনেত্রীর নামে এই মন্দির উৎসর্গ করছেন। এই মন্দিরে দুটি মূর্তি রয়েছে সামান্থা রুথ প্রভুর।

Entertainment News: গতকাল সোমবার ৩৮-এ পা দিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাঁর ৩৮তম জন্মদিনে (Samantha Ruth Prabhu) ভক্তদের থেকে পেলেন এক আশ্চর্য উপহার। তাঁর এক ভক্ত অনুরাগী অভিনেত্রীর নামে আস্ত একটা মন্দির বানিয়ে ফেলেছেন অন্ধ্রপ্রদেশে। সেখানে অভিনেত্রীই দেবীর আসনে। পুজো করা হয় তাঁর। তেনালি সন্দীপ নামের এই ভক্ত অনুরাগী অন্ধ্রপ্রদেশের বাপতলায় সামান্থা রুথ প্রভুর নামে একটি মন্দির বানিয়ে তাঁকে উৎসর্গ করেছেন।
অন্ধ্রপ্রদেশের আলাপুদু গ্রামের বাসিন্দা এই সন্দীপ, বহু সময় ধরে তিনি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগী, ভক্ত। এমনকী সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) নানাবিধ সামাজিক কল্যাণকর কাজের জন্য সন্দীপের কাছে তিনি বড় তারকার আসনে উপনীত। বিগত ৩ বছর ধরে সামান্থা রুথ প্রভুর জন্মদিনে অনাথ শিশুদের বিনামূল্যে খাওয়ান সন্দীপ এবং সামান্থার নামে কেকও কাটেন। এই বছর এই বিশেষ দিনটিকে মনে রাখতে এক বড় কাজ করলেন সন্দীপ, সামান্থা রুথ প্রভুর নামে তিনি একটি মন্দির বানিয়ে ফেললেন।
সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে এই ভক্ত অভিনেত্রীর নামে এই মন্দির উৎসর্গ করছেন। এই মন্দিরে দুটি মূর্তি রয়েছে সামান্থা রুথ প্রভুর। একটি আকারে তুলনায় অনেক বড়। পুরো জায়গাটা ফুল দিয়ে ভাল করে সাজানো। তাঁর জন্মদিন উপলক্ষ্যে সুসজ্জিত হয়ে আছে সমগ্র এলাকাটা। এই উদযাপনের অংশ হিসেবে তেনালি সন্দীপ ছেলেমেয়েদের সঙ্গে করে বার্থডে কেক কাটেন। সেই মন্দিরে অনাথ ছেলেমেয়েদের জন্য খাওয়া-দাওয়ারও বন্দোবস্ত করেন তিনি। এর মাধ্যমেই সন্দীপের প্রেরণা অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নামে এই বিশেষ দিনটি উদ্যাপিত হয়।
একটি সাক্ষাৎকারে তেনালি সন্দীপ জানান, 'আমার নাম তেনালি সন্দীপ, আমি অন্ধ্রপ্রদেশের বাপাতালু জেলার আলাপুদু গ্রাম থেকে আসছি। আমি সামান্থা গুরুর একজন বড় অনুরাগী। বিগত তিন বছর ধরে তাঁর জন্মদিন পালন করে আসছি আমি। তারপরেই আমি এই মন্দির নির্মাণ করেছি। প্রতি বছর আমি ছেলেমেয়েদের খাওয়াই, এই দিনে কেক কাটি। তাঁর সামাজিক কল্যাণকর কাজ আমাকে অনুপ্রাণিত করে। আমিও তাঁর পদাঙ্ক অনুসরণ করতে চাই'।
বর্তমানে 'শুভম' নামের একটি ছবিকে ঘিরে তুমুল ব্যস্ত সামান্থা রুথ প্রভু। এটিই তাঁর নিজস্ব প্রযোজনায় প্রথম ছবি হতে চলেছে। আগামীতে 'মা ইনতি বঙ্গরম' নামের একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আর এছাড়াও 'রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম' ছবিতেও অভিনয় করতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।






















