Sania Mirza: বিচ্ছেদের পরে প্যানিক অ্যাটাক, একা মাতৃত্ব! কীভাবে সবটা সামলাচ্ছেন সানিয়া মির্জা?
Sania Mirza News: ফারহা খান আর সানিয়া মির্জা ভীষণ ভাল বন্ধু। সানিয়া মির্জার পডকাস্ট 'সার্ভিং ইট আপ উইথ সানিয়া'-তে ফারহা খান এসেছিলেন

কলকাতা: বিচ্ছেদ বিষয়টা সহজ নয় মোটেই , তা সে তারকা হোক বা সাধারণ মানুষ। বিচ্ছেদ অনেকের ওপরেই, গভীরভাবে মানসিক প্রভাব ফেলে। সদ্যই সানিয়ে মির্জা (Sania Mirza) প্রসঙ্গে অনেক অজানা কথা সামনে এনেছেন ফারহা খান (Farha Khan)। ২০২৪ সালে পাকিস্তানি ক্রিকেট তারকা, শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা। বিবাহবিচ্ছেদের মাস না ঘুরতেই ফের বিয়ে করেন শোয়েব। ছেলেকে নিয়ে এখন দুবাইতেই পাকাপাকিভাবে থাকেন সানিয়া মির্জা। তবে বিবাহ বিচ্ছেদ সহজ ছিল না সানিয়া মির্জার জন্য, সদ্য একটি পডকাস্টে কথা বলতে গিয়ে, সেই কথাই প্রকাশ্যে এনেছেন ফারহা খান।
ফারহা খান আর সানিয়া মির্জা ভীষণ ভাল বন্ধু। সানিয়া মির্জার পডকাস্ট 'সার্ভিং ইট আপ উইথ সানিয়া'-তে ফারহা খান এসেছিলেন। সেখানে ফারহা বলেন, 'সিঙ্গল মাদার' হওয়ার থেকে কঠিন আর কিছু হতে পারে না। যেমন একদিকে সন্তানকে সময় দিতে হবে, তেমনই সমস্ত কাজ ও দায়িত্ব নিয়ে করতে হবে। এরপরে সানিয়ার বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ উঠে আসে কথায় কথায়। সানিয়া মির্জাকে ফারহা বলেন, তিনি সানিয়াকে জীবনের ভাল ও খারাপ, দুটো সময়েই দেখেছেন। পার করতে দেখেছেন বিভিন্ন কঠিন মুহূর্ত। একটা সময়ে, সানিয়ার ফারহাকে এতটাই প্রয়োজন ছিল যে, সানিয়ার এক ডাকে, বাড়ি থেকে পাজামা পরেই বেরিয়ে গিয়েছিলেন ফারহা!
এদিনের পডকাস্টে এসে ফারহা সানিয়াকে প্রশ্ন করেন, 'একা মাতৃত্ব কতটা কঠিন?' এতে সানিয়া বলেন, 'অবশ্যই ভীষণ কঠিন। সন্তানের দায়িত্ব, পড়াশোনা নিজের কাজ, সবকিছু নিয়ে সানিয়া মাঝেমধ্যেই আবেগতাড়িত হয়ে পড়েন। এই প্রসঙ্গে, একটি ঘটনার কথা তুলে ধরেন ফারহা। তিনি বলেন, একটি শ্যুটিংয়ে গিয়ে সানিয়ার প্যানিক অ্যাটাক হয়। তিনি থরথর করে কাঁপছিলেন। খবর পেয়ে বাড়িতে পরার জামা পরেই ছুটে যান ফারহা। তিনি টেনিস তারকাকে এভাবে প্যানিক অ্যাটাক হতে কখনও দেখেননি। তিনি এসে পরিস্থিতি সামাল দেন। এতে সানিয়ে গোটা বিষয়টা স্বীকার করে বলেন, সেদিন ফারহা না থাকলে কাজ করতে পারতেন না সানিয়া।
প্রসঙ্গত, শোয়েবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরে, নতুন করে কোনও সম্পর্কে জড়াননি সানিয়া। নিজের কাজ ও ছেলেকে নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। নতুন করে কোনও সম্পর্কে জড়ানো নিয়েও মুখ খোলেন না সানিয়া। তিনি আপাতত, নিজেকেই সময় দিতে চান।




















