এক্সপ্লোর
Advertisement
যেন এক শীর্ণকায় বৃদ্ধ! ক্যান্সার আক্রান্ত সঞ্জয় দত্তের ছবি ভাইরাল, উদ্বিগ্ন ভক্তকুল
কিছুদিন আগেই কেমোথেরাপির জন্যই দুবাই থেকে তড়িঘিড়ি মুম্বই ফেরেন সঞ্জয়। টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙা কার্গো চিনোজ পরে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা যায় সঞ্জয়কে। সে ছবি দেখেই তাঁর ভক্তরা চিন্তিত হয়ে পড়েন।
মুম্বই: কোথায় সেই পেশিবহুল হাত,শক্ত চোয়াল,টানা বলিষ্ঠ চোখ! সব উধাও। ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্তের কয়েকটি নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই বিস্ময়ে হতবাক মুন্নাভাইয়ের ফ্যানরা। ক্যানসারে আক্রান্ত চিকিৎসাধীন বলিউড স্টারের এখনকার ছবি দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন ভক্তরা। যেন এক শীর্ণকায় বৃদ্ধ। তাঁর চেহারা এমন হয়ে যাওয়ায় তাঁর স্বাস্থ্য এখন কেমন আছে, তা নিয়ে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছেন সঞ্জয়ের ভক্তরা। তাঁদের উদ্বেগ, উতকণ্ঠায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়ার দেওয়াল।
কিছুদিন আগেই কেমোথেরাপির জন্যই দুবাই থেকে তড়িঘিড়ি মুম্বই ফেরেন সঞ্জয়। টি-শার্টের সঙ্গে গাঢ় নীল রঙা কার্গো চিনোজ পরে এক ভক্তের সঙ্গে পোজ দিতে দেখা যায় সঞ্জয়কে। সে ছবি দেখেই তাঁর ভক্তরা চিন্তিত হয়ে পড়েন।
খবরে প্রকাশ, পরপর কয়েকটি ছবিতে সই করে ফেলায় এই মুহূর্তে বিদেশে যাচ্ছেন না সঞ্জয় । আপাতত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা করাবেন তিনি। কোভিড পরীক্ষার জন্য সম্প্রতি হাসপাতালে গেলে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে অভিনেতার। শ্যুটিং থেকে বিরতি নেন সঞ্জয়। আমেরিকায় চিকিৎসা করানোর জন্য সঞ্জয় ৫ বছরের চিকিৎসা ভিসা জোগাড় করেন। তবে আমেরিকায় কবে যাবেন, তা এখনও কিছু নির্দিষ্টভাবে জানা যায়নি। আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরেও চিকিতসার জন্য যাওয়ার পরিকল্পনা ছিল সঞ্জয়ের। স্ত্রী মান্যতা দত্ত এবং বোন প্রিয়া দত্তের সঙ্গেই তিনি বিদেশে যাবেন বলে শোনা গিয়েছিল।আপাতত অবশ্য সেসব কিছু ঘটছে না। মুম্বইয়ে কেমো ট্রিটমেন্ট চালাবেন সঞ্জয়। তাঁকে শীর্ণ দেখাচ্ছে সে কারণেই।সঞ্জয়ের দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন অসংখ্য ভক্ত। সকলেরই কথা, তাড়াতাড়ি সেরে ওঠো। আমরা তোমার প্রতীক্ষায় আছি। প্রার্থনা করছি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement