Bollywood Celebrity Updates: পর্দায় আলিয়ার সঙ্গে রোম্যান্স করতে পারবেন না সঞ্জু বাবা, জানালেন তার কারণ
চলতি বছর বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্তর। শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'। সম্প্রতি তিনি সাফ জানিয়ে দিলেন যে, পর্দায় তিনি আলিয়া ভট্টের সঙ্গে রোম্যান্স করতে পারবেন না।
মুম্বই: বলিউডে দীর্ঘদিন ধরে কাজ করছেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। বহু তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। জুটি বেঁধেছেন প্রায় সমস্ত নায়িকার সঙ্গেই। এমনই নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গেও তাঁকে অনেক সময় দেখা গিয়েছে জুটি বাঁধতে। কিন্তু সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন যে, পর্দায় তিনি কোনওভাবেই আলিয়া ভট্টের (Alia Bhatt) সঙ্গে রোম্যান্স করতে পারবেন না। জানালেন তার কারণও।
আরও পড়ুন - Salman Khan: ভাইজানের সঙ্গে 'হাল্ক'-এর তুলনা, সলমনের ছবিতে এ কী মন্তব্য অনুরাগীদের!
সম্প্রতি বয়স সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। বলিউডের অনেক এমন নায়ক রয়েছেন, যাঁদের বয়স পঞ্চাশের কোঠা পেরিয়ে গেলেও এখনও দিব্যি নতুন প্রজন্মের নায়িকাদের সঙ্গে জুটি বাঁধছেন। পর্দায় তাঁদের রোম্যান্স করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হলেও, সেসবে কান দিতে রাজিই নন তাঁরা। এদিকে সঞ্জয় দত্তেরও বয়স ষাট ছুঁয়েছে। বয়সের পার্থক্যের জন্য এই প্রজন্মের নায়িকাদের সঙ্গে তিনি কিছুতেই রোম্যান্স করতে পারেন না বলে জানালেন।
সঞ্জয় দত্তের মত-
এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত বলেন, 'আরে আমার বয়স হয়েছে। এখন আমি কিছুতেই এই বয়সে আলিয়া ভট্টের সঙ্গে রোম্যান্স করতে পারি না। এটা মেনে নেওয়া জরুরি।' সঞ্জয় দত্তকে খুব শীঘ্রই দেখা যাবে রণবীর কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে 'শামশেরা' ছবিতে। তার উপর রণবীর কপূর চলতি মাসেই আলিয়া ভট্টের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। অভিনেতার সঙ্গে কাজের প্রসঙ্গে তিনি বলেন, 'ওরা দুজনেই প্রচন্ড পরিশ্রমী বাচ্চা। দুজনেই অভিনয় নিয়ে পরিশ্রম করে। ওদের লক্ষ স্থির রয়েছে। ওদের দুজনকে একসঙ্গে দেখতে ভালো লাগে। এবং ওদের সঙ্গে কাজ করতেও ভালো লাগে।'
প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু ছবি মুক্তি পেতে চলেছে সঞ্জয় দত্তর। শীঘ্রই মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে।