Sanjay Leela Bhansali: কোন বিগবাজেট ছবির জন্য় 'হীরামান্ডি'র সেটকে নতুন ভাবে সাজাচ্ছেন সঞ্জয় লীলা বনশালী?
Sanjay Leela Bhansali: 'হীরামান্ডি'র হাত ধরে ওটিটিতে আত্মপ্রকাশ করবেন বলিউডের নামজাদা পরিচালক সঞ্জয় লীলা বনশালী।
কলকাতা: ফার্স্টলুক (First Look) প্রকাশ্য়ে আসার পরই দর্শকের মধ্য়ে উন্মাদনার পারদ চড়ছে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) প্রথম ওটিটি সিরিজ 'হীরামান্ডি' (Heeramandi) নিয়ে। কারণ এই সিরিজের (New Series) রয়েছে চোখধাঁধানো স্টারকাস্ট। অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari), রিচা চাড্ডা (Richa Chadha), মণিষা কৈরালা (Manisha Koirala), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), শরমিন সেহগল (Sharmin Segal), সঞ্জিদা শেখের (Sanjeeda Shaikh) মত অভিনেতাদের দেখা যাবে এই সিরিজে। এইমুহূর্তে চলছে সিরিজের শেষ পর্যায়ের কাজ।
আর এরইমধ্য়ে এবার প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। জানা যাচ্ছে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) তাঁর পরবর্তী ছবি 'বৈজু বাওরা'র (Baiju Bawra) জন্য় 'হীরামান্ডি'র (Heeramandi) সেটকেই নতুনভাবে সাজাচ্ছেন। এই ছবিতে মুখ্য় ভূমিকায় দেখা মিলবে বলিউডের হার্টথ্রব রণবীর সিং (Raveer Singh)। ' রামলীলা' (Ramleela) ও ' বাজিরাও মস্তানির' (Bajirao Mastani) পর এই নিয়ে তৃতীয়বারের জন্য় সঞ্জয়ের (Sanjay Leela Bhansali) ছবিতে কাজ করবেন রণবীর (Raveer Singh)। বলিউড সূত্রে খবর, আগামী বছর শুরুর দিক থেকেই শ্যুটিং শুরু হবে এই ছবির।
আরও পড়ুন...
প্রসঙ্গত, নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি' (Heeramandi)। সোশ্যাল মিডিয়ায় লুক প্রকাশ পেতেই তা ভাইরাল হয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে। কেমন হবে এই সিরিজ তা দেখার জন্য় মুখিয়ে আছেন আপামর সিনেপ্রেমী দর্শক।
কী দেখা যাচ্ছিল এই সিরিজের টিজারে (Teaser)? সিরিজের প্রত্যেক অভিনেত্রী হলুদ পোশাকে, এবং গোটা টিজারের ফ্রেমই 'ভিন্টেজ'। 'সঞ্জয় লীলা বনশালী প্রোডাকশন'-এর তরফে টিজার শেয়ার করে লেখা হয়েছিল 'সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali)আপনাদের সেই বিশ্বে আমন্ত্রণ জানাচ্ছেন যেখানে যৌনকর্মীরাই ছিলেন রানি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন