Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?
Dental Health Update : দেখা গিয়েছে, মাড়ির রোগ এবং দাঁতের অসুখের প্রভাব পড়তে পারে মস্তিষ্কের হিপোক্যাম্পাসে !
![Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি? Dental Health Ignoring Dental Health can increase the risk of Alzheimer's disease, warned a study. Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/f7518b74f98845e205d40e4d302f4631168871607258553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দাঁত নিয়ে দুর্ভোগের শেষ নেই অনেকের। কিন্তু দাঁতের স্বাস্থ্য ( অালূোত ফাোতূপ ) নিয়ে শুরু থেকেই সতর্ক কতজন ? দাঁতের যন্ত্রণা অসহ্য না হওয়া পর্যন্ত তো অনেকেই ডাক্তারবাবুর দ্বারস্থও হন না। দাঁতের স্বাস্থ্য মস্তিষ্কের অসুখের কারণ পর্যন্ত হতে পারে। বাড়িয়ে দেয় অ্যালঝাইমারের ( Alzheimer's disease) মতো কঠিন অসুখের ঝুঁকিও।
নিউরোলজি জার্নালে ( journal Neurology )প্রকাশিত একটি গবেষণায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। সার্ভেতে দেখা গিয়েছে, মাড়ির রোগ এবং দাঁতের অসুখের প্রভাব পড়তে পারে মস্তিষ্কের হিপোক্যাম্পাসে (hippocampus)। স্মৃতিশক্তির নিয়ন্ত্রক মস্তিষ্কের এই অঞ্চল। তবে গবেষণা থেকে এটা সরাসরি বলা যায় না যে, মাড়ির রোগ বা দাঁতের ক্ষতি আলঝেইমার রোগের কারণ। এই দুয়ের মধ্যে সংযোগ আছে, এতটুকুই দাবি করছে এই গবেষণা।
জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় (Tohoku University in Sendai, Japan) এর গবেষক Satoshi Yamaguchi দাবি করেছেন, অসময়ে দাঁত ক্ষয়ে যাওয়া, পড়ে যাওয়া, মাড়ির অসুখ, মাড়ির টিস্যুতে প্রদাহ ( inflammation) - এগুলি অনেকেরই হয়। কিন্তু এর সঙ্গে ডিমেনশিয়ার যোগাযোগ সম্পর্কে বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ !
তিনি জানান, ওই গবেষণায় দেখা গেছে, দাঁতের এই সমস্যাগুলি মস্তিষ্কের একটি অংশের ক্ষতি করতে পারে। এই অংশটাই আবার মানুষের চিন্তাভাবনা এবং স্মৃতিশক্তি নিয়ন্ত্রণ করে। তাই সকলকে দাঁতের স্বাস্থ্যের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
৬৭ বছর বয়সি ১৭২ জন মানুষের উপর এই গবেষণা চালানো হয়। তাঁদের স্মৃতির কোনও সমস্যা ছিল না। অংশগ্রহণকারীদের দাঁতের পরীক্ষা করা হয়েছিল। গবেষণার শুরুতে স্মৃতি পরীক্ষা করা হয়েছিল। গবেষণার শুরুতে এবং চার বছর পরে আবার হিপোক্যাম্পাসের আয়তন পরিমাপ করার জন্য তাদের মস্তিষ্কের স্ক্যানও করা হয়। গবেষকরা দেখেছেন যে দাঁতের সংখ্যা এবং মাড়ির রোগ বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বাম হিপোক্যাম্পাসের পরিবর্তন হয়েছে।
আরেকটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে রাতের বেলা যাঁরা দাঁত পরিষ্কার করেন না, তাঁদের হৃদরোগের ঝুঁকি বাড়ে। ইয়ামাগুচি বলেন, এই গবেষণার ফল থেকে এটাই বলা যায়, শুধু দাঁত থাকা বা পড়ে যাওয়া নয়, দাঁতের স্বাস্থ্যর প্রতি নজর রাখাও ভীষণ জরুরি। গবেষকের মতে, এই গবেষণা প্রমাণ করে দাঁতের খুঁটিনাটি দিকে নজর না রাখলে কত বড় বিপদ হয়ে যেতে পারে।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)