Heeramandi: ওটিটিতে আসছে সঞ্জয় লীলা বনশালীর 'হীরামান্ডি', কোন প্ল্যাটফর্মে ? কবে থেকে দেখা যাবে ?
Heeramandi OTT Release: আগেই জানা গিয়েছিল নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। তবে কবে থেকে দেখা যাবে তা জানা যায়নি। জানা গেল, আগামী এপ্রিল মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর এই ছবি।
নয়াদিল্লি: গত বছর ফেব্রুয়ারি মাসে প্রকাশ্যে এসেছিল 'হীরামান্ডি' (Heeramandi) ছবির প্রথম লুক। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় এবার একফ্রেমে দেখা যাবে ৬ জন সেরা অভিনেত্রীকে। অদিতি রাও হায়দারি থেকে মণীষা কৈরালা, একের পর এক চমকে ভরা থাকবে এই ছবি। মূলত অবিভক্ত ভারতের লাহোরের গণিকাদের কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। আগেই জানা গিয়েছিল নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। তবে কবে থেকে দেখা যাবে তা জানা যায়নি। এবার সেই সম্ভাব্য সময়ও জানা গেল। আগামী এপ্রিল মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর এই ছবি।
গত বছর ফেব্রুয়ারি মাসে সঞ্জয় লীলা বনশালী প্রোডাকশন হাউজের পক্ষ থেকে 'হীরামান্ডি'র (Heeramandi) টিজার প্রকাশ করা হয় সমাজমাধ্যমে এবং লেখা হয় 'সঞ্জয় লীলা বনশালী আপনাদের সেই বিশ্বে আমন্ত্রণ জানাচ্ছে যেখানে গণিকারাই ছিলেন রানি।' সমাজমধ্যমেই এই ছবির চরিত্রদের প্রথম লুক প্রকাশ্যে আসে। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অদিতি রাও হায়দারি, সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, রিচা চাড্ডা, শরমিন শেরগিল এবং সঞ্জিদা শেখকে।
সংবাদসূত্রে জানা গিয়েছে, হীরামান্ডি (Heeramandi) ছবির সম্পাদনার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং পরিচালক সঞ্জয় লীলা বনশালী প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এও জানা গিয়েছে যে, মোট ৮টি পর্বে বিভক্ত করে দেখানো হবে এই ছবি। প্রতিটি পর্বকে নিজে হাতে নিখুঁত করে নির্মাণের কাজে ব্যস্ত সঞ্জয় লীলা বনশালী। এপ্রিল মাসে ছবির মুক্তি ঘোষণা হলেও দিনক্ষণ এখনও কিছুই জানা যায়নি। নেটফ্লিক্স আগেই জানিয়েছিল এই ছবির মুক্তির কথা এবং গত বছরেই ছবির পোস্টার শেয়ার করে নেটফ্লিক্সের তরফে লেখা হয়, 'সঞ্জয় লীলা বনশালীর তৈরি অন্য একটি জাদুর দুনিয়া, যার অংশ হতে আমাদের অপেক্ষা করতে ইচ্ছে করছে না। রইল হীরামান্ডির সুন্দর ও আকর্ষণীয় বিশ্বের ঝলক। শীঘ্রই আসছে।'
এখনও পর্যন্ত 'হীরামান্ডি'কেই (Heeramandi) নিজের সবথেকে বড় প্রজেক্ট বলে মনে করেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী। আর এই ছবির হাত ধরেই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। প্রাক স্বাধীনতা সময়কালের যৌনকর্মীদের তিন প্রজন্মের গল্প বলবে এই ছবি। এর আগে ২০২২ সালে অনেকটা একই ঘরানার ছবি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বনশালী 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। সেই ছবিতে অভিনয় করে আলিয়া ভট্ট পুরস্কারও পেয়েছিলেন।
আরও পড়ুন: Parineeti Chopra: পরনে ঢিলেঢালা শার্ট, পরিণীতি কি অন্তঃসত্ত্বা? বিমানবন্দরে অভিনেত্রীকে দেখে গুঞ্জন!