Jawan: ছোট চরিত্র, তবু কেন 'জওয়ান'-এ কাজ করতে এক কথায় রাজি হয়েছিলেন সানিয়া মলহোত্র?
Sanya Malhotra on Jawan: এর আগে, বলিউডের একাধিক ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন সানিয়া, তবে কেন 'জওয়ান'-এ এত ছোট একটি চরিত্রের জন্য রাজি হয়েছিলেন তিনি?
কলকাতা: শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawaan) ছবিতে সীমিত সময়ে অভিনয় করেও নজর কেড়েছেন অভিনেত্রী সানিয়া মলহোত্র (Sanya Malhotra)। এর আগে, বলিউডের একাধিক ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন সানিয়া, তবে কেন 'জওয়ান'-এ এত ছোট একটি চরিত্রের জন্য রাজি হয়েছিলেন তিনি? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই কথা নিজের মুখেই প্রকাশ করেছেন অভিনেত্রী।
এর আগে, 'দঙ্গল' (Dangal) ছবিতে আমির খানের (Amir Khan)-এর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন সানিয়া। সেই ছবির অভিজ্ঞতা বলতে গিয়ে সানিয়া বলেছিলেন, 'দঙ্গলে আনার রেসলিংয়ের দৃশ্য ছিল মাত্র ২ মিনিট মতো। কিন্তু ওই দৃশ্যের জন্য ১ বছর আমি রেসলিং শিখেছিলাম। পরিচালক আমায় শিখিয়েছিলেন, চরিত্রের জন্য অনেক কিছু করতে হতে পারে। এমন একটা সত্ত্বাকে ফুটিয়ে তুলতে হতে পারে, যেটা তুমি নয়ই।'
'জওয়ান'-এ কাজ করা নিয়ে সানিয়া বলছেন, 'আমি শাহরুখের বিশাল বড় অনুরাগী। আমি 'জওয়ান'-এ কাজ করতে রাজি হয়েছিলাম কারণ আমি ছোট থেকেই শাহরুখের ভীষণ বড় অনুরাগী। ওঁর সঙ্গে সময় কাটাতে পারব, কাজ করতে পারব... এটাই তো আমার 'জওয়ান'-এ রাজি হওয়ার সবচেয়ে বড় কারণ। শুধু তাই নয়.. আমি বিজয় স্যার, নয়নতারা ম্যাম, অ্যাটলি স্যার... সবার থেকেই কাজ শিখতে চেয়েছিলাম।'
'জওয়ান'-এর জন্য ভালবাসার বন্যায় ভাসছেন শাহরুখ। সম্প্রতি 'এক্স'-এ এক শাহরুখ অনুরাগী, একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের 'জওয়ান' দেখতে গেছেন প্রেক্ষাগৃহে। তিনি বাদশাহর কোনও ফিল্ম মিস করেন না। ফলে 'জওয়ান' মুক্তি পেতে নাতিকে অনুরোধ করেন তাঁকে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য। তাঁকে ভিডিওয় বলতে শোনা যায়, 'আমি 'জওয়ান' দেখতে এসেছি। তোমরা তো আমাকে নিয়ে আসতে চাইছিলে না। কিন্তু আমি বললাম যে আমি তো যাবই। শাহরুখ খানের ছবি আমার খুব পছন্দ, আমার সব সিনেমা ভাল লাগে।' শেষে এও জানান যে 'জওয়ান' তাঁর বেশ ভাল লেগেছে। এই ভিডিও আপলোড করা হয়েছে উদয়ন শুক্লা নামে এক নেটিজেনের হ্যান্ডল থেকে। তিনি লেখেন, 'প্রিয় শাহরুখ খান, আমার ৮৫ বছর বয়সী ঠাকুমা তোমার সবচেয়ে বড় ফ্যান, আমরা যাতে তাঁকে সিনেমাটা দেখতে নিয়ে যাই, সেই ব্যাপারে নিশ্চিত করেছে। ওঁর 'জওয়ান' খুব পছন্দ হয়েছে এবং উনি তোমাকেও খুব ভালবাসেন।'