IPL 2025: ঠাকুর্দা ছিলেন বিখ্যাত ক্রিকেটার, আইপিএলে মাঠে পারফর্ম করে উচ্ছ্বসিত অভিনেত্রী-নাতনি
Sara Ali Khan: গুয়াহাটিতে ম্যাচ শুরুর আগে মঞ্চে নাচ করেছেন সারা। কেমন লাগল তাঁর এই অনুষ্ঠান করে? যাঁর পরিবারের সঙ্গে যোগ রয়েছে ক্রিকেটের, সেই পরিবারের মেয়ে হিসেবে সারার অনুষ্ঠান করা কি একটু বিশেষ?

কলকাতা: রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) বনাম চেন্নাই সুপার কিংগসের (Chennai Super Kings) ম্যাচের আগে বাইশ গজে চোখ ঝলসানো পারফর্মম্যান্স। ক্রিকেট যে বাইশ গজের টান টান উত্তেজনা আর বিনোদনের ককটেল, সেটাই যেন ফের একবার মনে করিয়ে দিলেন সারা আলি খান (Sara Ali Khan)। গুয়াহাটিতে ম্যাচ শুরুর আগে মঞ্চে নাচ করেছেন সারা। কেমন লাগল তাঁর এই অনুষ্ঠান করে? যাঁর পরিবারের সঙ্গে যোগ রয়েছে ক্রিকেটের, সেই পরিবারের মেয়ে হিসেবে সারার আইপিএলের মঞ্চে অনুষ্ঠান করা কি একটু বিশেষ?
সারা এদিন বলেন, ক্রিকেট, আইপিএল, নাচ, গান, মিউজিক, এনার্জি.. সবকিছু মিলে একটা দুর্দান্ত সমীকরণ। আজকের দিনটা আমার কাছে খুব বিশেষ ছিল। আইপিএল-এ এটা আমার প্রথম পারফর্মম্যান্স। গুয়াহাটির প্রত্যেকে আমায় ভীষণ ভালভাবে স্বাগত জানিয়েছেন। আমি যেন প্রত্যেকের চিৎকার শুনতে পাচ্ছিলাম। আমার ঠাকুর্দা মনসুর আলি খান পতৌদি একজন ক্রিকেটার ছিলেন। তাঁর বাবাও একজন ক্রিকেটার ছিলেন। ক্রিকেট আর অভিনয়, এই দুটিই আমার পরিবারকে জড়িয়ে রয়েছে। আজ আমার মনে হল, আমিও উত্তরাধিকার সূত্রে পাওয়া এই গর্ব কোথাও না কোথাও যেন এগিয়ে নিয়ে যাচ্ছি। আইপিএলের মঞ্চে এসে পারফর্ম করছি। যাঁরা বাইশ গজে নেমে ক্রিকেটটা খেলেন, তাঁরা যে কিরকম চাপের মধ্যে থাকেন, সেটা আমরা সবাই জানি। একজন শিল্পী হিসেবে আমিও যেন একটু হলেও তার স্বাদ পেলাম। যে মানুষেরা তোমায় ভালবাসে, তোমার জন্য গলা ফাটায়, তাঁদের সামনে পারফর্ম করছি, এর থেকে বেশি প্রেরণা আমার কাছে আর কিছু হতেই পারে না।'
সারা আরও বলেন, 'আমি চিরকালই মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগী। তবে প্রত্যেকেই জানেন, মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে আমার একটা দুর্বলতা রয়েছে। আমাদের দেশে ক্রিকেট একটা ধর্মের মতো। সবাই একসঙ্গে আসছে, নিজেদের পছন্দের জলের জন্য গলা ফাটাচ্ছে, এত দেখা এতটা দুর্দান্ত একটা অভিজ্ঞতা। আমায় এই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।'
এদিনের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সারা আলি খান (Sara Ali Khan)। কিন্তু ধারাভাষ্যকার তাঁর ঘোষণা করার সময় বলে বসেন, সোহা আলি খান (Soha Ali Khan)। সোহা শর্মিলা ঠাকুরের কন্যা। সেফ আলি খানের (Saif Ali Khan) বোন। অর্থাৎ সম্পর্কে সারা আলি খানের পিসি। সেই পিসির নামেই পরিচয় করানো হল সারাকে। এরপরে অবশ্য মঞ্চে এসে মাতিয়ে দেন সারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
