Sara Ali Khan: 'এসব নিয়ে সমালোচনাকে পাত্তা দিই না...' কোন প্রসঙ্গে বললেন সারা?
Kedarnath Film: ২০১৮ সালে বলিউডে 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সেফ আলি খানের কন্যা সারা আলি খান
কলকাতা: বলিউডের জেন ওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম সারা আলি খান (Sara Ail Khan)। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। ধর্মীয় বিশ্বাস থেকে পোশাক, বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার তাঁকে সমালোচিত হতে হয়েছে। এবার সেই সমালোচনার জবাব দিলেন 'কেদারনাথ' তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ধর্মীয় বিশ্বাস হোক বা পোশাক, তিনি এই সব সমালোচনাকে পাত্তা দেন না।
অভিনেত্রী (Sara Ail Khan) আরও বলেন, ধর্ম হোক বা পোশাক, সবকিছু নিয়েই তাঁর নিজের একটা বোধ আছে। তাই কে কী বলল, তাতে তিনি ভাবিত নন। সারা বলেন,'চেহারা হোক বা অন্য় কিছু, অন্য় কেউ আমার মূল্য়বোধের সমালোচনা করতে পারে না। যাঁরা এটা করে, তাঁদের মতামতকে আমি গুরুত্ব দিই না। আমি কলম্বিয়ায় গিয়ে রাশিয়ান ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। আমি মনে করি নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হলে অন্য় লোকে কী বলে তা কাউকে বিভ্রান্ত করতে পারে না।'
সারা (Sara Ail Khan) বলেন, 'কাজের ক্ষেত্রে আমি অবশ্যই যেকোনো ধরনের সমালোচনার প্রশংসা করি। আমার দর্শক আমার থেকে কী চায়, তা নিয়ে কথা বলার জন্য় আমি প্রস্তুত। কিন্তু যদি ব্যক্তিগত কোনো বিষয়ে তাঁদের মতামত থাকে, সেটা আমার ধর্মীয় বিশ্বাস, আমার পোশাক পরার অনুভূতি বা বিমানবন্দরে আমার নন-ব্লো-শুকানো চুল, তাতে আমি পাত্তা দিই না,'
আরও পড়ুন...
সিরিজ দেখার নেশায় উড়েছে রাতের ঘুম? বিঞ্জ ওয়াচিংয়ের প্রতি আসক্তি কমাতে কী কী করতে পারেন, রইল তালিকা
উল্লেখ্য় কিছুদিন আগেই অমরনাথ যাত্রায় (Amarnath Yatra) বেড়িয়েছিলন সইফ কন্য়া (Sara Ail Khan)। ANI-এর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছিল, পাহাড়ি রাস্তা ধরে নেমে আসছেন অভিনেত্রী, খুব সম্ভবত অমরনাথ দর্শন সেরে। তাঁকে ঘিরে নিরাপত্তাকর্মীরা। সারার পরনে নীল রঙের জ্যাকেট, প্যান্ট এবং মন্দিরের দেওয়া পবিত্র লাল ওড়না জড়ানো গলায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, এক অনুরাগী লিখেছিলেন, 'অমৃতা সিংহ খুব সুন্দর সন্তানকে বড় করেছেন।' অপর একজন লিখেছিলেন, 'সারা (Sara Ail Khan) একজন নিবেদিত অভিনেত্রী।'
২০১৮ সালে বলিউডে 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সেফ আলি খানের কন্যা সারা আলি খান। ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর তাঁকে রোহিত শেট্টির 'সিম্বা ২', 'লভ আজ কাল ২', 'কুলি নং ১', 'অতরঙ্গি রে', 'গ্যাসলাইট' ছবিতে দেখা যায়। সর্বশেষ তাঁকে ভিকি কৌশলের বিপরীতে 'জরা হটকে জরা বঁচকে' ছবিতে দেখা যায়। কম বাজেটের ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে ভালই লাভ করে এই ছবি। এরপর অভিনেত্রীর হাতে রয়েছে 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' নামের থ্রিলার ড্রামা ও অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো' ছবি দুটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন