এক্সপ্লোর
দেখুন ভাইরাল ভিডিও: গ্র্যাজুয়েশন সেরিমনিতে সারা আলি খান, দর্শকাসনে একসঙ্গে সেফ-অমৃতা
এই সারা আলি খানকে চিনতে পারছেন আপনি? কেদারনাথের সারার সঙ্গে সেই সারার আকাশ-পাতাল তফাত। সেফ কন্যার গ্র্যাজুয়েশন-সেরিমনির একটি ভিডিও আপাতত নেটদুনিয়ায় ভাইরাল।

মুম্বই: এই সারা আলি খানকে চিনতে পারছেন আপনি? কেদারনাথের সারার সঙ্গে সেই সারার আকাশ-পাতাল তফাত। সেফ কন্যার গ্র্যাজুয়েশন-সেরিমনির একটি ভিডিও আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। নীতা অম্বানি ও আমির খানের সঙ্গে একই মঞ্চে সারা। দর্শকাসনে পাশাপাশি সেফ ও তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহ।
সেফ-অমৃতাকে একসাথে দেখা সত্যিই বিরল। মেয়ের গ্র্যাজুয়েশন সেরিমনিতে হাজির ছিলেন দুজনেই। মঞ্চে যখন সারা পুরষ্কার নিচ্ছেন, তখন তাঁর জন্য আনন্দে গলা ফাটাতে দেখা গেল দুজনকেই। আমির ও নীতার সঙ্গে করমর্দন করলেন সারা। ২০১৩ সালে ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক হন সেফ-কন্যা। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে আমূল পরিবর্তন এসেছে সারার চেহারায় ও কেরিয়ারে। তিনি এখন বলিউডের অন্যতম সফল মুখ। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















