(Source: ECI/ABP News/ABP Majha)
'Moner Password': প্রেমের মরসুমে রোম্যান্টিক গান 'মনের পাসওয়ার্ড' নিয়ে হাজির অনুপম রায়
Anupam Roy: 'সারেগামা অরিজিন্যালস'-এর ব্যানারে রোম্যান্টিক ঘরানার এই গানটি ১৮ জানুয়ারি মুক্তি পেয়েছে, এটি সমস্ত বয়সের মানুষের জন্য নতুন ঘরানার উদ্যোগ।
কলকাতা: 'সারেগামা বাংলা'র (SaReGaMa Bengali) ব্যানারে সম্প্রতি মুক্তি পেল নতুন বাংলা গান, 'মনের পাসওয়ার্ড' (Moner Password)। প্রেমের মাসে প্রেমের আবহে, এই গান নিয়ে হাজির হলেন সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy)।
মুক্তি পেল অনুপম রায় 'মনের পাসওয়ার্ড'
আধুনিক বাংলা সঙ্গীত দুনিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী অনুপম রায়। প্রেমের মরসুমে মুক্তি পেল তাঁর নতুন গান 'মনের পাসওয়ার্ড'। সারেগামা বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও প্রথম সারির একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই গান। মজার এই গানের মূলে ভালবাসা। গানে অভিনয় করেছেন টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত দুই মুখ শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacharjee) ও রাহুল দেব বসু (Rahul Dev Bose)।
দিন দুই আগে কেটেছে ভ্যালেন্টাইন্স ডে বা প্রেম দিবস। আকাশ-বাতাস এখনও প্রেমে মুখরিত। সেই আবহে প্রত্যেক প্রেমিক-প্রেমিকা জুটির জন্যই এই প্রেমের গান। এই মিউজিক ভিডিওয় দেখা যাবে শ্রীমার মন জয়ের জন্য একাধিক রোম্যান্টিক পন্থার আশ্রয় নিচ্ছেন রাহুল। এছাড়াও ভিডিওয় অনুপম অনুরাগীদের জন্য সারপ্রাইজও রয়েছে। সঙ্গীতশিল্পী স্বয়ং উপস্থিত রয়েছেন এই ভিডিওয়। অনুপম রায়ের থেকে আমরা সাধারণত যে ধরণের গান শুনে অভ্যস্ত, তার থেকে বেশ আলাদাই এই গানটি। নির্মাতাদের দাবি শ্রোতারা বেশ পছন্দই করবেন এই গান।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: Rituparna Sengupta: 'সারাজীবন তোমার স্মৃতি লালন করব...'বাপি লাহিড়ির স্মৃতিচারণায় ঋতুপর্ণা
'সারেগামা অরিজিন্যালস'-এর ব্যানারে রোম্যান্টিক ঘরানার এই গানটি ১৮ জানুয়ারি মুক্তি পেয়েছে, এটি সমস্ত বয়সের মানুষের জন্য নতুন ঘরানার উদ্যোগ। এর আগে অনুপম রায় ইনস্টাগ্রামে লাইভ করে বলেছিলেন, 'মানুষ প্রায়ই জিজ্ঞেস করেন যে এবার কী আলাদা থাকছে, ফলে, আপনাদের জন্য নিয়ে এলাম 'মনের পাসওয়ার্ড' - এটি একটি রোম্যান্টিক গান।' প্রসঙ্গত, মুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই এই গানটি ইউটিউবে ১ মিলিয়নেরও বেশি ভিউজ পেয়ে যায়।