Satyajit's Film at Cannes: 'কান চলচ্চিত্র উৎসবে' প্রদর্শিত হতে চলেছে সত্যজিৎ রায়ের 'প্রতিদ্বন্দ্বী'
Satyajit's Film at Cannes: কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার ওপর ভিত্তি করে তৈরি হয় 'প্রতিদ্বন্দ্বী'। ১৯৭১ সালে এই ছবি তিনটি ভারতীয় জাতীয় পুরস্কার পায়।
কলকাতা: এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ (Cannes Film Festival) প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছবি 'প্রতিদ্বন্দ্বী' (‘Pratidwandi’ (The Adversary)। ১৯৭০ সালে তৈরি এই ছবি মূলত সামাজিক অস্থিরতার মধ্যে আটকে পড়া একজন শিক্ষিত মধ্যবিত্ত মানুষের গল্প বলে।
'কান'-এ প্রদর্শিত হবে 'প্রতিদ্বন্দ্বী'
সম্প্রতি 'জাতীয় চলচ্চিত্র সংরক্ষণাগার' দ্বারা পুনরুদ্ধার করা হয়েছে এই ছবি। এই ছবিটি চলচ্চিত্র উৎসবের 'ক্লাসিক' বিভাগে প্রদর্শিত হবে। তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার সচিব অপূর্ব চন্দ্র।
কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার ওপর ভিত্তি করে তৈরি হয় 'প্রতিদ্বন্দ্বী'। ১৯৭১ সালে এই ছবি তিনটি ভারতীয় জাতীয় পুরস্কার পায়। যার মধ্যে শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় পুরস্কারও ছিল।
ছবিটি ফটো-নেগেটিভ ফ্ল্যাশব্যাকের মতো কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিচিত। এটি প্রবীণ অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্য়ায়ের প্রথম ছবি যিনি নায়ক সিদ্ধার্থের ভূমিকায় অভিনয় করেছিলেন।
সোমবার সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকীতে অপূর্ব চন্দ্র বলেন, 'ন্যাশনাল ফিল্ম আর্কাইভের কাছে থাকা অন্যান্য চলচ্চিত্রের মতো প্রতিদ্বন্দ্বী সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে। প্রতিভাকে শ্রদ্ধা জানানোর জন্য এটি এ বছর কানে প্রদর্শিত হবে।' আগামী ১৭ থেকে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে 'কান ফিল্ম ফেস্টিভ্যাল'।
সত্যজিৎ রায়ের 'ক্যালকাটা ট্রিলজি'র প্রথম ছবি 'প্রতিদ্বন্দ্বী'। অন্য দুটি ছবি হল ১৯৭১ সালের 'সীমাবদ্ধ' ও ১৯৭৫ সালের 'দন অরণ্য'। তৎকালীন কলকাতার টালমাটাল অবস্থাকে তুলে ধরে এই তিন ছবি।
আরও পড়ুন: Aparajito: সত্যজিৎ রায়ের জন্মদিনে মুম্বইতে প্রদর্শিত হল অনীক-জিতুর 'অপরাজিত'
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কানের সম্মান ও শ্রদ্ধা তাঁর প্রতি।
'সত্যজিৎ রায়ের ১০১তম জন্মদিন এবং শহরে অনুষ্ঠিত সমস্ত চলচ্চিত্র উৎসবের চেয়ে ভাল সময়ে খবরটি আসতে পারত না। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ভারতীয় চলচ্চিত্রের ধারক ও বাহককে নিখুঁত শ্রদ্ধা জানিয়েছে,' বলছেন অর্জুন দত্ত। পূর্ণিমা পিকচারস, যে সংস্থা 'প্রতিদ্বন্দ্বী' প্রযোজনা করেছিল, তার কর্ণধার অর্জুন ও তাঁর মা।