Satyaprem Ki Katha Box Office Collection Day 1: প্রথম দিনে কত কোটির ব্য়বসা করল 'সত্যপ্রেম কি কথা'?
Satyaprem Ki Katha: প্রথম দিনেই বক্সঅফিসে ছক্কা হাঁকাল কার্তিক-কিয়ারা জুটির ছবি।
কলকাতা: গতকালই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত ছবি 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha)। ট্রেলার দেখে মনে করা হচ্ছিল এটি আদ্যন্ত মনোরঞ্জকমূলক হবে। তবে এই রমকম ছবির (Satyaprem Ki Katha) সঙ্গে রয়েছে এক বিশেষ বার্তা। প্রথমদিনের শেষে বক্সঅফিসে এই ছবির আয় ৯.২৫ কোটি টাকা। ফিল্ম সমালোচক তরণ আদর্শ ট্য়ুইটারে একটি পোস্ট শেয়ার করে প্রকাশ্য়ে এনেছেন এই খবর।
[tw]
#SatyaPremKiKatha puts up a healthy score on Day 1 [holiday]… Gathered speed during the course of the day, after an ordinary start in the morning shows… Evening shows, expectedly, saw very good occupancies due to glowing WOM… Thu ₹ 9.25 cr. #India biz.
— taran adarsh (@taran_adarsh) June 30, 2023
Emerges… pic.twitter.com/IXGwzUZJEv
[/tw]
'ভুল ভুলাইয়া ২'-এর পর ফের বড়পর্দায় একসঙ্গে দেখা গেল কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানকে।
প্রসঙ্গত, এই ছবির গান 'পসুরি নু' (Pasoori Nu) নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। আলি শেঠি ও শেই গিলের (Ali Sethi and Shae Gil) গাওয়া জনপ্রিয় পাকিস্তানি গান 'পসুরি'র (Pasoori) রিমেক এই গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) ও তুলসী কুমার (Tulsi Kumar)।
আরও পড়ুন...
Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?
ছবির নির্মাতারা গান শেয়ার করে ইউটিউবে লেখেন, 'নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' (Satyaprem Ki Katha) থেকে নতুন গান 'পসুরি নু' প্রকাশ করা হল। নতুন করে শুনুন গ্লোবাল হিট! সত্যপ্রেমের ভূমিকায় কার্তিক আরিয়ান ও কথার চরিত্রে কিয়ারা আডবাণী...।' গানের ভিডিও পোস্ট করে গানের লাইন থেকে কার্তিক লেখেন, 'আধা হ্যায় দিল মেরা... পুরা তুমসে হোবে। ভালবাসার ম্যাজিক অনুভব করুন অরিজিতের জাদুর ছোঁয়ায়।'
গানে কার্তিক আরিয়ান ও কিয়ারার মধ্যের রসায়ন দেখানো হয়েছে। বরফে ঢাকা পর্বতের সামনে দুই তারকার রোম্যান্সের দৃশ্য, নাচ ইত্যাদি দেখানো হয়েছে গানে।
সবই ঠিক আছে, কিন্তু 'পসুরি' গানের রিমেক হওয়ার খবরটা বিশেষ ভালভাবে গ্রহণ করেননি অনুরাগীরা। এমনকী গানটি মুক্তি পাওয়ারও পরও তাঁদের মতের বিশেষ বদল হয়েছে বলে মনে হয় না, অন্তত গানের কমেন্ট অংশ তেমনই ইঙ্গিত দিচ্ছে।