Senco Gold and Diamonds: 'সত্যপ্রেম কী কথা'-র সঙ্গে হাত মিলিয়ে এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন নিয়ে আসছে 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস'
SatyaPrem ki Katha: 'সত্যপ্রেম কী কথা' ব্যানারেই ব্রাইডাল কালেকশনের সঙ্গে সঙ্গে 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' নিয়ে আসছে ফুলকি, কুন্দন, অ্যান্টিক, হিরে ও সোনার গয়না দিয়ে তৈরি ব্রাইডেল কালেকশন
নয়াদিল্লি: কার্তিক আরিয়ান (Kartik Aryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'সত্যপ্রেম কী কথা' (Satyaprem Ki Katha)-র সঙ্গে এবার হাত মেলাল পূর্বভারতের অন্যতম বড় গয়না বিপণি সংস্থা 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' (Senco Gold and Diamonds)। এই ছবির মাধ্যমে 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' দর্শকদের সামনে তুলে ধরবে তাঁদের কিছু এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন। শুধু তাই নয়, এই ছবির হাত ধরে 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' বাজারে আনছে একাধিক নতুন এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনও।
এই ছবির নায়িকা, কিয়ারা আডবাণী গল্পে ফুটিয়ে তুলেছেন কথার চরিত্রটি। তিনি ইতিমধ্যেই 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' সংস্থার জাতীয় ব্যান্ড অ্যাম্বাস্যাডর। এই চুক্তিই যেন অবলীলায় ফুটে উঠবে ছবির গল্পের মধ্যে দিয়ে। গল্পে একটি দুর্দান্ত, জমকালো বিয়ের সিক্যুয়েন্স রয়েছে। আর সেখানেই কিয়ারাকে দেখা যাবে 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস'-এর এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনে সেজে উঠতে।
'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস'-এর ডিরেক্টর মিসেস জয়িতা সেন (Ms. Joita Sen) এই উদ্যোগ সম্পর্কে বলছেন, 'আমাদের সত্যপ্রেম কি কথার সঙ্গে চুক্তি করতে পেরে দারুণ লাগছে। এই ছবির হাত ধরেই আমরা আমাদের কিছু এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনও সাধারণ মানুষের সামনে নিয়ে আসছি। আর এই চুক্তির সঙ্গে পর্দার প্রেমের গল্প যেন দুর্দান্তভাবে মিলে যায়। 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' সবসময় চেষ্টা করে যেন ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটে প্রতিটি গয়নায়, বিশেষত প্রতিটি ব্রাইডেল কালেকশনে।'
'সত্যপ্রেম কী কথা' ব্যানারেই এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনের সঙ্গে সঙ্গে 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' নিয়ে আসছে ফুলকি, কুন্দন, অ্যান্টিক, হিরে ও সোনার গয়না দিয়ে তৈরি ব্রাইডেল কালেকশন। আগ্রহী ক্রেতারা সেনকো গোল্ডের যে কোনও দোকানে এমনকি অনলাইনেও এই ব্রাইডাল কালেকশন দেখতে ও কেনাকাটি করতে পারেন। এই ব্রাইডাল কালেশকনের দামও সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা করেছে সংস্থা। এক লাখ টাকা থেকে শুরু হচ্ছে 'সত্যপ্রেম কী কথা'- র ব্রাইডাল কালেকশনের গয়না।
যে সমস্ত আধুনিক মেয়েরা গয়নাকে নিজের ব্যক্তিত্বের অংশ বলে মনে করেন তাঁদের জন্য 'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস' নিয়ে আসছে 'গসিপ ফ্রম দ্য হাউস অফ সেনকো' (Gossip from the House of Senco) কালেকসন। এই কালেকসনও থাকবে 'সত্যপ্রেম কী কথা' ব্যানারের মধ্যেই।
এই চুক্তি নিয়ে 'সত্যপ্রেম কী কথা'-র টিমের তরফ থেকে বলা হয়েছে, ''সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড'-এর গয়নার চিরকালীন সৌন্দর্য্য ছবির মেজাজের সঙ্গে দারুণ খাপ খেয়েছে। এই চুক্তি যেন ছবির মধ্যে আরও কিছুটা প্রাণ ঢেলে দিয়েছে আর দর্শকদের জন্য একটা দৃশ্য নান্দনিক উপহার এনে দিয়েছে।'
'সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড'-এর 'সত্যপ্রেম কি কথা' সহ অন্যান্য কালেকশন দেখতে গেলে ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে।
https://sencogoldanddiamonds.com