এক্সপ্লোর
Advertisement
প্রয়াত শাবানা আজমির মা, বর্ষীয়াণ অভিনেত্রী শওকত আজমি
জানা গিয়েছে, গতকাল বিকেল ৫টা নাগাদ শওকত হৃদরোগে আক্রান্ত হন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মেয়ে শাবানা ধরে ছিলেন তাঁকে।
মুম্বই: মারা গেলেন এক সময়ের নামী অভিনেত্রী, শাবানা আজমির মা শওকত আজমি। বয়স হয়েছিল ৯১ বছর। গতকাল মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়সজনিত রোগে ভুগছিলেন তিনি।
উমরাও জান-এর অভিনেত্রী শওকত আজমি শাবানা ও বাবা আজমির মা। থিয়েটারে অভিনয় করতেন তিনি, বিয়ে করেন উর্দু কবি ও গীতিকার কাইফি আজমিকে। জানা গিয়েছে, গতকাল বিকেল ৫টা নাগাদ শওকত হৃদরোগে আক্রান্ত হন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মেয়ে শাবানা ধরে ছিলেন তাঁকে। আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
শাবানার স্বামী জাভেদ আখতার জানিয়েছেন, কিছুদিন আগে শওকতকে কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে ভর্তি করা হয়, আইসিইউতে ছিলেন তিনি। বাড়ি ফিরে যেতে চাইছিলেন, তাই ফিরিয়ে আনা হয়। নিজের ঘরে ২-১ দিন কাটান, তারপর মৃত্যু হয়।
People say I look like her-if im even one third lll take it as a huge compliment!File photo #Shaukat Kaifi in Umrao pic.twitter.com/mlzmVuUxIf
— Azmi Shabana (@AzmiShabana) September 23, 2016
উমরাও জান-এ অভিনয়ের জন্য খ্যাত শওকত মীরা নায়ারের সালাম বম্বে ও বাজার-এ অভিনয় করেন। শেষ তাঁকে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায় ও বিবেক ওবেরয়ের সাথিয়া-য়। শওকত ও তাঁর স্বামী কাইফি আজমি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএ-র সঙ্গে যুক্ত ছিলেন, প্রোগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন (আইডাব্লিউএ)-র সঙ্গেও ছিলেন তাঁরা। শওকত আত্মজীবনীও লিখেছেন, নাম কাইফি অ্যান্ড আই, তা নিয়ে নাটক মঞ্চস্থ হয়, নাম কাইফি অওর ম্যায়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement