এক্সপ্লোর
Ditipriya Roy: সারাদিন জলে ডুবে, বৃষ্টিতে ভিজে শ্যুটিং, এই ছবিতে অভিনয় করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া!
Ditipriya Roy on Film Shooting: দেখানো হয়েছে, দিতিপ্রিয়া জলের মধ্যে শুয়ে রয়েছেন। তাঁর চারিপাশে জল, কার্যত ভেসে রয়েছেন তিনি। সাঁতার না জেনেও কীভাবে এই দৃশ্যের শ্যুটিং করলেন দিতিপ্রিয়া?
![Ditipriya Roy on Film Shooting: দেখানো হয়েছে, দিতিপ্রিয়া জলের মধ্যে শুয়ে রয়েছেন। তাঁর চারিপাশে জল, কার্যত ভেসে রয়েছেন তিনি। সাঁতার না জেনেও কীভাবে এই দৃশ্যের শ্যুটিং করলেন দিতিপ্রিয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/eb8719e7b2813a6661bbdca4356d2bcf173557440503849_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাঁতার না জেনেও কীভাবে জলে ভেসে শ্যুটিং করলেন দিতিপ্রিয়া?
1/10
![সামনেই মুক্তি পাবে দিতিপ্রিয়া রায় ও সোহম মজুমদার অভিনীত ছবি 'পাটালীগঞ্জের পুতুলখেলা'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একটি গান। তাতেই একটি কঠিন দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়াকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/c9229d1430a85e950e5c6a36cc2c73704443b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সামনেই মুক্তি পাবে দিতিপ্রিয়া রায় ও সোহম মজুমদার অভিনীত ছবি 'পাটালীগঞ্জের পুতুলখেলা'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একটি গান। তাতেই একটি কঠিন দৃশ্যে দেখা গিয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়াকে।
2/10
![কী সেই কঠিন দৃশ্য? দেখানো হয়েছে, দিতিপ্রিয়া জলের মধ্যে শুয়ে রয়েছেন। তাঁর চারিপাশে জল, কার্যত ভেসে রয়েছেন তিনি। সাঁতার না জেনেও কীভাবে এই দৃশ্যের শ্যুটিং করলেন দিতিপ্রিয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/9b268860efbf85bb28f62e1cdfb48bf3f1f3c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কী সেই কঠিন দৃশ্য? দেখানো হয়েছে, দিতিপ্রিয়া জলের মধ্যে শুয়ে রয়েছেন। তাঁর চারিপাশে জল, কার্যত ভেসে রয়েছেন তিনি। সাঁতার না জেনেও কীভাবে এই দৃশ্যের শ্যুটিং করলেন দিতিপ্রিয়া?
3/10
![সদ্য সোশ্যাল মিডিয়ায় এসে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন দিতিপ্রিয়া। তিনি জানিয়েছিলেন, আসলে একটি কাঠের পাটাতনের ওপর শুয়ে ওই দৃশ্যের শ্যুটিং করেছিলেন দিতিপ্রিয়া। সেই কারণেই ভেসে থাকতে পেরেছিলেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/d7e41604afee289461c0ef606932f77685e3c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্য সোশ্যাল মিডিয়ায় এসে সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন দিতিপ্রিয়া। তিনি জানিয়েছিলেন, আসলে একটি কাঠের পাটাতনের ওপর শুয়ে ওই দৃশ্যের শ্যুটিং করেছিলেন দিতিপ্রিয়া। সেই কারণেই ভেসে থাকতে পেরেছিলেন তিনি।
4/10
![দিতিপ্রিয়াকে সাহায্য করার জন্য কার্যত গোটা টিমই নেমে গিয়েছিলেন জলে। এমনকি দিতিপ্রিয়ার সঙ্গেই কয়েক ঘণ্টা জলে দাঁড়িয়ে ছিলেন তাঁর কেশসজ্জা শিল্পীও। তবে জল ছিল খুবই অল্প।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/ea1c3f120fe002ec7704d17c9564e7755842f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিতিপ্রিয়াকে সাহায্য করার জন্য কার্যত গোটা টিমই নেমে গিয়েছিলেন জলে। এমনকি দিতিপ্রিয়ার সঙ্গেই কয়েক ঘণ্টা জলে দাঁড়িয়ে ছিলেন তাঁর কেশসজ্জা শিল্পীও। তবে জল ছিল খুবই অল্প।
5/10
![কিন্তু সেই জলে শ্যুটিং করতে গিয়েই ঘটে বিপত্তি। দিতিপ্রিয়ার কানে জল ঢুকে যায় শ্যুটিং করতে গিয়ে। একই দিনে তাঁকে শ্যুটিংয়ের জন্য ভিজতে হয় বৃষ্টিতেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/d268a1ffdd77b30d85e9c0fe45b950f0d0179.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু সেই জলে শ্যুটিং করতে গিয়েই ঘটে বিপত্তি। দিতিপ্রিয়ার কানে জল ঢুকে যায় শ্যুটিং করতে গিয়ে। একই দিনে তাঁকে শ্যুটিংয়ের জন্য ভিজতে হয় বৃষ্টিতেও।
6/10
![এখানেই শেষ নয়, দিতিপ্রিয়াকে একই দিনে জলের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ শ্যুটিং করতে হয়েছিল। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি, ছুটতে হয় চিকিৎসকের কাছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/e1140c7b28454303faafe04d5c2001cd14a37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখানেই শেষ নয়, দিতিপ্রিয়াকে একই দিনে জলের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ শ্যুটিং করতে হয়েছিল। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি, ছুটতে হয় চিকিৎসকের কাছে।
7/10
![তবে তারপরেও যে দিতিপ্রিয়া এই ছবির শ্যুটিং ভালভাবে করতে পেরেছেন, তার জন্য খুশি তিনি। এই ছবিতে প্রথমবার সোহমের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে দিতিপ্রিয়াকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/562ccd6ea5c8cfad33bbd4b26976d62f66ae2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে তারপরেও যে দিতিপ্রিয়া এই ছবির শ্যুটিং ভালভাবে করতে পেরেছেন, তার জন্য খুশি তিনি। এই ছবিতে প্রথমবার সোহমের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে দিতিপ্রিয়াকে।
8/10
![অন্যদিকে, দিতিপ্রিয়া ফের ধারাবাহিকের দুনিয়ায় পা রেখেছেন। দীর্ঘ কয়েক বছর পরে ছোটপর্দায় ফিরছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/4b3cb00517bd89b568bfd7146c402bf870de6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে, দিতিপ্রিয়া ফের ধারাবাহিকের দুনিয়ায় পা রেখেছেন। দীর্ঘ কয়েক বছর পরে ছোটপর্দায় ফিরছেন তিনি।
9/10
![ধারাবাহিক রানি রাসমণি ধারাবাহিক থেকেই তাঁর খ্যাতি পৌঁছে যায় অন্য মাত্রায়। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পরে ধারাবাহিক থেকে একটি লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। এতদিন পরে তিনি আবার ফিরতে চলেছেন ছোটপর্দায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/a1079d6e10aa7fba6bad2fe4338dab43e3006.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধারাবাহিক রানি রাসমণি ধারাবাহিক থেকেই তাঁর খ্যাতি পৌঁছে যায় অন্য মাত্রায়। তবে সেই ধারাবাহিক শেষ হওয়ার পরে ধারাবাহিক থেকে একটি লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। এতদিন পরে তিনি আবার ফিরতে চলেছেন ছোটপর্দায়।
10/10
![সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ধারাবাহিকের প্রোমো। তবে দিতিপ্রিয়ার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে, কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি তা এখনও প্রকাশ্যে আসেনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/30/6512b3d626f33ebbd18831ee08b8292ede15c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ধারাবাহিকের প্রোমো। তবে দিতিপ্রিয়ার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে, কার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি তা এখনও প্রকাশ্যে আসেনি।
Published at : 30 Dec 2024 09:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)