এক্সপ্লোর
Advertisement
শাহরুখের জন্মদিনের পার্টিতে এই পোশাক পরে নেটিজেনদের নিশানায় গৌরী, বয়সের কথা মাথায় রাখুন
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নিজেদের জীবনের প্রতিমুহূর্তকেই এখন মেলে ধরছেন তারকারা। এখন তাঁদের জীবনের কোনও আর ব্যক্তিগত মুহূর্ত নেই। কে, কোথায় কখন, কার সঙ্গে কী করছেন, কী পোশাক পরছেন, সবই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন সকলের নখদর্পণে। কিন্তু সবসময়ই যে নেটিজেনদের থেকে প্রশংসা পান তারকারা এমনটা মোটেই নয়। দিন কয়েক আগেই পোশাকের জন্যে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন মালাইকা আরোরা খান। তারপর বক্ষদেশের বিভাজন দেখানোর জন্যে হেনস্থা করা হয় আমিশা পটেলকেও। এবার শাহরুখ খানের স্ত্রী গৌরীর পালা।
গত ২ নভেম্বরই ছিল শাহরুখ খানের জন্মদিনের পার্টি। সেই জন্যে সপরিবারে আলিবাগ গিয়েছিলেন খানেরা। সেখানে হাজির ছিলেন বলিউডের বহু রথী-মহারথীরাও। শাহরুখ জায়া স্টাইলিশ গৌরী যাঁর পরিচয় শুধুমাত্র তারকাপত্নী হিসেবে নয়। তিনি ইন্টিরিয়র ডিজাইন থেকে শুরু করে পোশাক ডিজাইন, সব জায়গাতেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন। কিন্তু তাঁকেও ছাড়লেন না সোশ্যাল মিডিয়া। দিন কয়েক আগেই তাঁর কাজের জন্যে প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায়, সেই সোশ্যাল মিডিয়াই এবার আক্রমণ করলেন গৌরীকে। স্বামীর জন্মদিনের পার্টিতে একটু বেশিই সাহসী পোশাক পরার জন্যে তাঁকে নেটিজেনদের থেকে ট্রোলড হতে হল। তাঁকে নেটিজেনরা জ্ঞান দিয়েছেন নিজের বয়স বুঝে পোশাক বাছতে। এমনকি তিনি যে শাহরুখের মতো একজন তারকার স্ত্রী, সেকথাও পোশাক বাছাইয়ের সময় তাঁর মাথায় রাখা উচিত বলে মনে করেন নেটিজেনরা। তিনি নিজে এই পোশাক পরলে, সুহানা কী শিখবেন সেকথাও গৌরীকে বলেন নেটিজেনরা।
গৌরী পার্টিতে একটি সাদা সি-থ্রু পোশাক পরেছিলেন, সঙ্গে ফুশিয়া বিকিনি। নেটিজেনদের প্রশ্ন তাঁর এক্সপোজ করার প্রয়োজনটা কী?#midweekbirthdayshenanigans❤️ A post shared by Seema Khan (@seemakhan76) on
এরক আগে নেটিজেনরা আক্রমণ করেছিলেন সোনাম কপূর, ফতিমা সানা শেখকেও তাঁর পোশাকের জন্যে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement