Shah Rukh Khan: অনুরাগীর উপর মারাত্মক রেগে গেলেন শাহরুখ খান, কী ঘটেছে জানেন?
Bollywood Celebrity Updates: বিমানবন্দরে এক অনুরাগীর উপর এতটাই রেগে গেলেন কিং খান যে, তাঁকে সামলাতে হল ছেলে আরিয়ানকে। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
মুম্বই: দীর্ঘ চার বছর হয়ে গিয়েছে পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে (Shah Rukh Khan)। তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' (Zero) ছবিতে। মাঝে দীর্ঘ কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। তারইমাঝে ফের খবরের শিরোনামে এলেন তিনি। তবে, এবার কোনও ছবির প্রচারে নয়। কিংবা নতুন কোনও ছবির ঘোষণার জন্যও নয়। বরং, অনুরাগীর উপর রেগে গিয়ে খবরে এলেন অভিনেতা। বিমানবন্দরে এক অনুরাগীর উপর এতটাই রেগে গেলেন কিং খান (King Khan) যে, তাঁকে সামলাতে হল ছেলে আরিয়ানকে (Aryan Khan)। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
অনুরাগীর আচরণে মেজাজ হারালেন শাহরুখ খান-
এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দরে আরিয়ান ও আব্রামের সঙ্গে হেঁটে যাচ্ছেন শাহরুখ খান। আর সেই সময়ই এক অনুরাগী দৌড়ে আসেন সেলফি তোলার জন্য। শুধু তাই নয়, প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলতে গিয়ে শাহরুখ খানের হাতও ধরেন তাঁর অনুমতি ছাড়া। অনুরাগীর এমন আচরণে বেজায় রেগে যান কিং খান। দ্রুত হাত ছাড়িয়ে নেন এবং কয়েক পা সরেও যান। এই পরিস্থিতিতে আরিয়ান দৌড়ে এগিয়ে আসেন। এবং বাবার হাত ধরে এগিয়ে যান। আরিয়ান খানের মাদককাণ্ডে গ্রেফতারির পর থেকেই সংবাদমাধ্যম থেকে প্রকাশ্য যেকোনও জায়গায় নিজেকে কিছুটা আড়ালেই রাখছেন শাহরুখ খান। সেই কঠিন পরিস্থিতিতেও তিনি কিংবা তাঁর পরিবারের কেউ মুখ খোলেননি। ছবির প্রসঙ্গ ছাড়া তাঁকে কোথাও কোনও বিষয়ে কথা বলতে দেখা যায়নি। বিমানবন্দরে তাই অনুরাগীর এমন আচরণে মেজাজ ঠিক রাখতে পারলেন না অভিনেতা। তবে, ভিডিও প্রকাশ্যে আসতেই কিং খানের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনুরাগীর সঙ্গে এমন ব্যবহার করা কি ঠিক হল তাঁর? এমন প্রশ্নও করছেন নেট নাগরিকরা।
আরও পড়ুন - Shruti Haasan: কী সুবিধা পান স্টারকিডরা? নেপোটিজম নিয়ে মুখ খুললেন শ্রুতি হাসান
প্রসঙ্গত, বলিউডের বাদশা শাহরুখ খান বর্তমানে শ্যুটিং করছেন তাঁর আগামী ছবি 'ডাঙ্কি'র। পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। ইউরোপের বিভিন্ন জায়গায় চলছে ছবির শ্যুটিং। জানা গিয়েছে, আগামী বছর ডিসেম্বরে মুক্তি পেতে পারে 'ডাঙ্কি'।
রাজকুমার হিরানির সঙ্গে 'ডাঙ্কি' ছাড়াও আরও বেশ কয়েকটি ছবির শ্যুটিং করছেন শাহরুখ খান। 'পাঠান' ছবিতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের সঙ্গে। এছাড়াও পরিচালক অ্যাটলির ছবিতে কিং খান অভিনয় করছেন নয়নতারার সঙ্গে। প্রত্যেকটা ছবিই মুক্তি পাওয়ার কথা আগামী বছর। শাহরুখ খানের কামব্যাক ছবিগুলির অপেক্ষায় তাঁর অনুরাগীরা।