Shah Rukh Khan Mannat: সাধের মন্নত ছাড়তে হচ্ছে, লাখ লাখ টাকা দিয়ে ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন শাহরুখ!
Mannat: আগেই জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে মন্নত বাড়ির মেরামতির প্রয়োজন। কিন্তু পুরসভার অনুমতি ছাড়া মন্নত-এর একটা ইঁটও খসানো অসম্ভব

কলকাতা: সাধের মন্নত ছাড়তে হবে শাহরুখ খান (Shah Rukh Khan)-কে! যে বাড়িকে ঘিরে তাঁর এত স্বপ্ন, সেই বাড়ি ছেড়ে একটা ভাড়া বাড়িতে উঠে যেতে হচ্ছে শাহরুখ খানকে? কিন্তু কেন? আসল ঘটনা ঠিক কী? শোনা যাচ্ছে, মেয়ে মাসের পর থেকে, থাকার জন্য মুম্বইয়ের পালি হিলসে একটি বাড়ি ভাড়া নিয়েছেন শাহরুখ। মে মাসের পর থেকে নাকি সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকবেন তিনি। কিন্তু কেন? কেন শাহরুখকে সাধের বাড়ি মন্নত ছাড়তে হচ্ছে?
আগেই জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে মন্নত বাড়ির মেরামতির প্রয়োজন। কিন্তু পুরসভার অনুমতি ছাড়া মন্নত-এর একটা ইঁটও খসানো অসম্ভব। বাড়ি মেরামতির জন্য পুরসভায় চিঠি লিখেছিলেন গৌরী খান। তাঁর সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। আর এবার বাড়ির মেরামতির পালা। জানা যাচ্ছে, মে মাস থেকে শাহরুখের বাড়ি বদল হবে। মন্নত জুড়ে চলবে মেরামতির কাজ। আর গোটা বাড়ি জুড়ে যদি মেরামতির কাজ হয়, তাহলে শাহরুখের পক্ষে সেই বাড়িতে থাকা অসম্ভব। সেই কারণেই শাহরুখ খান পালি হিলসে ৪ তলা একটি বাড়ি ভাড়া করেছেন। শোনা যাচ্ছে, সেই বাড়ির ভাড়া নাকি ২৪ লাখ টাকা। প্রত্যেক মাসে এই বিপুল অঙ্কের ভাড়া দিয়েই আপাতত থাকতে হবে শাহরুখকে। বাসু ভাগনানির তৈরি এই বাড়িতেই আপাতত থাকবেন শাহরুখ খান, গৌরী খান ও তাঁদের ৩ সন্তান। আরিয়ান খান, আব্রাম ও সুহানা খান।
বছর পাঁচেক আগে ‘মন্নত’কে পুরোপুরি নিজের করে নিতে উদ্যোগী হন শাহরুখ। ইজারার জমিকে ব্যক্তিগত মালিকানাধীন করতে সরকারকে মোটা টাকা দিতে হয়। সেই মতো শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খান সরকারি নিয়ম মেনে টাকা জমা করেন। ‘মন্নতে’র ‘Class 1 Complete Ownership’-এর জন্য আবেদন জানান তাঁরা। সেই আবেদন গৃহীতও হয়। কিন্তু ‘মন্নতে’র মালিকানা পেতে প্রয়োজনের তুলনায় শাহরুখ বেশি টাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাই অতিরিক্ত ৯ কোটি টাকা তাঁকে ‘Refund’ করেছে মহারাষ্ট্র সরকার।
জানা গিয়েছে, ইজারার সম্পত্তির মালিকানা পেতে শাহরুখ এবং গৌরী ২৫ কোটি টাকা দিয়েছিলেন। অতিরিক্ত ৯ কোটি টাকা ফেরত দেওয়া হচ্ছে তাঁকে। তবে ‘মন্নতে’র মালিকানা নিয়ে সেই সময় বিতর্কও দেখা দেয়। বলা হয়, মোট ২৬,৩২৯ স্কোয়্যার ফুটের মালিকানা পেতে শাহরুখ যে টাকা দিয়েছিলেন, তার তুলনায় ‘মন্নতে’র বাজারমূল্য অনেক বেশি। তবে সরাকরি নীতি মেনেই বাংলোর মালিকানা পান শাহরুখ। সেই সময় মহারাষ্ট্র সরকারের তরফেই ইজারার সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠার নীতি আনা হয়, যার আওতায় ইজারার সম্পত্তি নিজের নামে কিনে নেওয়ার সুযোগ দেওয়া হয় সকলকে। তার আগে পর্যন্ত ‘মন্নতে’র জমির জন্য বছরে সরকারকে ২,৩২৫ টাকা ভাড়া দিচ্ছিলেন শাহরুখ।
আরও পড়ুন: Katrina Kaif: নায়িকাকে ঘিরে উৎসাহী জনতার অতিরিক্ত ভিড়, কুম্ভস্নান করতে গিয়ে বিপাকে ক্যাটরিনা






















