Bollywood News: শাহরুখ, অমিতাভ, করিনা, কাজলকে নিয়ে 'বোলে চুড়িয়া' শ্যুটিং করা সহজ ছিল না, সেটেই আসতে চাননি কেউ!
Kabhi Khushi Kabhi Gham: সহজ ছিল না ৬ জন তারকাকে একসঙ্গে করে এই গানের শ্যুটিং করা। পোহাতে হয়েছিল যথেষ্ট ঝামেলাও।
কলকাতা: এই ছবি এত বছর পরে এখনও রয়ে গিয়েছে সবার মনে। আর এই ছবির গান, 'বোলে চুড়িয়া' তো এখনও উৎসবের গান হয়েই রয়ে গিয়েছে। কিন্তু সহজ ছিল না ৬ জন তারকাকে একসঙ্গে করে এই গানের শ্যুটিং করা। পোহাতে হয়েছিল যথেষ্ট ঝামেলাও। এই কথাই সদ্য একটি সাক্ষাৎকারে তুলে ধরলেন নিখিল আডবাণী। বললেন, ৬ জন তারকা, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশন, করিনা কপূর ও কাজল-কে নিয়ে শ্যুটিং করা সহজ ছিল না। প্রত্যেকেই নাকি সেটে আসা নিয়ে খবর নিচ্ছিলেন একে অপরের। ঠিক কী ঘটেছিল সেইদিন?
সদ্য একটি সাক্ষাৎকারে নিখিল আডবাণী বলেন, এত বড় ৬ জন তারকাকে নিয়ে একসঙ্গে শ্যুটিং করা সহজ ছিল না। প্রত্যেকে আলাদা আলাদা ভ্যানিটি ভ্যান ব্যবহার করছিলেন। প্রত্যেকে সেখানেই তৈরি হচ্ছিলেন। এভাবে নির্দিষ্ট সময়ে যখন কাজলের কাছে ডাক পাঠানো হয় সেটে আসার জন্য, তখন কাজল প্রশ্ন করেন, 'শাহরুখ কী সেটে এসেছে? শাহরুখ এলে আমি যাব'। একইভাবে শাহরুখকে সেটে আসার জন্য ডাকা হলে শাহরুখ জানতে চান, 'হৃত্বিক কি সেটে এসেছে? ও এলে তবেই আমি যাব।' হৃত্বিকের কাছে একই প্রস্তাব নিয়ে যাওয়া হলে হৃত্বিক জানান, করিনা কপূর তৈরি হয়ে সেটে না এলে তিনি সেটে যাবেন না। একই কান্ড হয় জয়া বচ্চনের ক্ষেত্রেও। জয়া বচ্চনের কাছে সেটে নিয়ে যাওয়ার প্রস্তাব আসলে জয়া বচ্চন বলেন, 'বুড়োটা কি (অমিতাভ বচ্চন) সেটে এসেছে?' এইভাবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কোনও তারকাই তৈরি ছিলেন না সেটে আসার জন্য।
এরপরে একটা পরিকল্পনা করা হয়। পরিচালক সমস্ত সহকারী পরিচালকদের একসঙ্গে নিয়ে আসেন। তারপরে প্রত্যেককে এক এক জনের ভ্যানে পাঠানো হয়। প্রত্যেকের কাছেই থাকে ওয়াকি-টকি। তাঁরা সেই ওয়াকি-টলির মাধ্যমে যোগাযোগ রাখছিলেন কে কখনও ভ্যানিটি ভ্যান থেকে বেরোচ্ছেন? সেভাবেই প্রত্যেকে প্রত্য়েকের সঙ্গে কথা বলে নিচ্ছিলেন যাতে সবাই একসঙ্গে সেটে আসে। এভাবে ৬ তারকাই একসঙ্গে সেটে এসে উপস্থিত হন। শুরু হয়ে যায় শ্যুটিং।
আরও পড়ুন: Tollywood Controversy: তিনমাসেও হল না সুরাহা ! টলিপাড়ায় ফের অসন্তোষের আঁচ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।