![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SRK-Atlee: মঞ্চে পুরস্কার নিতে ওঠার আগে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম, 'জওয়ান' পরিচালক অ্যাটলির ভিডিও ভাইরাল
Atlees Touches Feet Of SRK: 'জওয়ান' ছবিতে কেবল শাহরুখে সঙ্গে প্রথম কাজ করেছেন অ্যাটলি, তাই নয়, এটি তাঁর প্রথম বলিউড ছবি। শাহরুখের বিপরীতে এই প্রথম কাজ করেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে।
![SRK-Atlee: মঞ্চে পুরস্কার নিতে ওঠার আগে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম, 'জওয়ান' পরিচালক অ্যাটলির ভিডিও ভাইরাল Shah Rukh Khan Reacts As Jawan Director Atlee Touches Feet As He Wins Award For Film Video goes viral SRK-Atlee: মঞ্চে পুরস্কার নিতে ওঠার আগে শাহরুখের পা ছুঁয়ে প্রণাম, 'জওয়ান' পরিচালক অ্যাটলির ভিডিও ভাইরাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/7c19aa249434ee60850f41ef888c28b71710170952275229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সম্প্রতি অনুষ্ঠিত হল 'জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪' (Zee Cine Awards 2024)। একগুচ্ছ পুরস্কার ঝুলিতে ভরল শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) ও 'জওয়ান' (Jawan)। পুরস্কৃত হলেন তারকা পরিচালক অ্যাটলি (Atlee)। মঞ্চে ওঠার আগে তাঁকে দেখা গেল কিং খানের পা ছুঁয়ে প্রণাম করতে। রবিবার রাতের সেই মুহূর্ত হুড়মুড়িয়ে ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
পুরস্কার পেতেই বাদশাহর পা ছুঁয়ে প্রণাম, অ্যাটলির ভিডিও ভাইরাল এখন
রবিবার অনুষ্ঠিত হল তারকাখচিত 'জি সিনে অ্যাওয়ার্ডস ২০২৪'। সেরার শিরোপা ওঠে 'জওয়ান' পরিচালক অ্যাটলির মাথায়। মঞ্চে নাম ঘোষণা হতেই দেখা গেল আসন ছেড়ে দাঁড়ালেন অ্যাটলি। সকলেই তখন হাততালিতে স্বাগত জানাচ্ছেন তারকা পরিচালককে। তাঁর পাশেই বসেছিলেন তারকা অভিনেতা শাহরুখ খান। করজোড়ে উঠে দাঁড়িয়েই কিং খানের পা ছুঁয়ে প্রণাম করেন পরিচালক। হাসি মুখে তাঁকে থামাতে গেলেও সফল হননি কিং খান। এরপর পরিচালককে জড়িয়ে ধরে, স্নেহের চুম্বন আঁকতে দেখা গেল কিং খানকে। গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে পাপারাৎজির ক্যামেরায়।
শাহরুখের পা ছুঁয়ে এরপর মঞ্চে ওঠেন অ্যাটলি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন অপর তারকা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। এদিন অ্যাটলিকে দেখা সাদা ও নীল ছাপা পোশাকে। শাহরুখ খান চোখ ধাঁধালেন কালো পোশাকে। 'জওয়ান' ছবিতে প্রথম একসঙ্গে কাজ করেন অ্যাটলি ও শাহরুখ। গত বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় এই ছবি এবং একাধিক বক্স অফিস রেকর্ড ভাঙে। সূত্রের খবর, এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পান তিনি।
View this post on Instagram
'জওয়ান' ছবিতে কেবল শাহরুখে সঙ্গে প্রথম কাজ করেছেন অ্যাটলি, তাই নয়, এটি তাঁর প্রথম বলিউড ছবি। শাহরুখের বিপরীতে এই প্রথম কাজ করেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারাকে। ছিলেন দীপিকা পাড়ুকোনও। একাধিক সংস্থা সূত্রে হিসেব, বিশ্বজুড়ে 'জওয়ান' প্রায় ১১৬০ কোটি টাকা আয় করেছিল।
'জওয়ান' ছবির জন্য 'দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৪'-এ সেরা অভিনেতার তকমা পেয়েছেন। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে তাঁকে। প্রসঙ্গত, এরপর অ্যাটলিকে অভিনয়ও করতে দেখা যাবে। কালিস পরিচালিত 'বেবি জন' ছবিতে বরুণ ধবনের সঙ্গে রয়েছেন তিনি। এছাড়া ছবিতে কাজ করেছেন কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বিও। ৩১ মে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)