Shah Rukh Khan: অ্যাটলির জন্য শিখতে হয়েছে তামিল, 'জওয়ান' নিয়ে অজানা তথ্য শাহরুখের
Jawan: এদিন ট্যুইটারে জনপ্রিয় 'আস্ক এসআরকে' শুরু করেন কিং খান। অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানেই তামিলনাড়ু থেকে এক অনুরাগী প্রশ্ন করেন, পরিচালক অ্যাটলি তাঁকে তামিল ভাষা শিখিয়েছেন কি না।
মুম্বই: ফের শিরোনামে শাহরুখ খান (Shah Rukh Khan)। মুক্তির অপেক্ষায় তাঁর আগামী ছবি 'জওয়ান' (Jawan)। ছবির মুক্তির তারিখ যদিও ২ জুন থেকে পিছিয়ে দেওয়া হয়েছে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন মুক্তির তারিখ ঘোষণার পর ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে ফের 'আস্ক এসআরকে' (Ask SRK) আলাপচারিতায় মেতে ওঠেন অভিনেতা। একাধিক অনুরাগীর বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে থাকেন মজার ছলে। সেখানেই প্রকাশ্যে এল 'জওয়ান' ছবি সম্পর্কে নানা তথ্য।
'জওয়ান' প্রসঙ্গে একাধিক তথ্য দিলেন কিং খান
এদিন ট্যুইটারে জনপ্রিয় 'আস্ক এসআরকে' শুরু করেন কিং খান। অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দেন। সেখানেই তামিলনাড়ু থেকে এক অনুরাগী প্রশ্ন করেন, পরিচালক অ্যাটলি তাঁকে তামিল ভাষা শিখিয়েছেন কি না। মজার উত্তর দিতে সবসময়েই পারদর্শী শাহরুখ। এবারে তাঁর উত্তরে ছবির একটি গান সম্পর্কেও বিশেষ তথ্য মিলল। তিনি লেখেন, 'অ্যাটলি ও অনিরুদ্ধ আমাকে দিয়ে গানের কিছু বাক্য তামিলে করিয়েছে (লিপ সিঙ্ক)... আশা করছি আমি সেগুলো ঠিকঠাকই করতে পেরেছি।' এই আপডেটে আরও উৎসাহিত অবনুরাগীরা।
Atlee and Anirudh made me do a few song lines (lip synch ) in Tamil….hope I got them right. #Jawan #7thSeptember2023 https://t.co/3UF0S8fRg7
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
প্রসঙ্গত, শাহরুখ খানের কাছে যদিও তামিল ভাষাটা নতুন নয়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত কমল হাসনের তামিল ছবি 'হে রাম'-এ বেশ বড় চরিত্রের ক্যামিও করেন তিনি। সেখানে নিজের সংলাপের তামিল ডাবিং নিজেই সারেন কিং খান। অনুরাগীদের থেকে প্রশংসিতও হন।
অ্যাটলি, নয়নতারা ও বাকিদের প্রশংসায় কিং খান
অন্যান্যবারের মতোই এবারও শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয় অ্যাটলি, জাতীয় পুরস্কার-প্রাপ্ত বিজয় সেতুপতি, নয়নতারার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন তাঁর। অভিনেতা লেখেন, 'অ্যাটলি, বিজয় ও নয়ন ও বাকি সকলের সঙ্গে কাজ করা পরিশ্রমের ও মজার। অত্যন্ত গভীর এবং মজার।'
Hectic and fun to shoot with Atlee Vijay & Nayan and everybody else. Really intense and fun. #Jawan https://t.co/NuBRDuo3vh
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
দক্ষিণের 'লেডি সুপারস্টার' সম্পর্কে কী মত শাহরুখের। অভিনেতা বলেন, 'উনি খুবই ভাল... অত্যন্ত মিষ্টি এবং কাজ করতে খুব ভাল লাগে।' ছবির খল চরিত্রে থাকা বিজয় সেতুপতির প্রশংসাতেও পঞ্চমুখ অভিনেতা। তিনি লেখেন, 'একজন নম্র ব্যক্তি এবং দারুণ অভিনেতা। বিজয়ের থেকে অনেক শিখেছি।'
She is lovely….too sweet and awesome to work with. A pleasure. #Jawan https://t.co/l0bzBkHDxH
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
আরও পড়ুন: Walking Tips: হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার, টিজার ও মুক্তির তারিখ ঘোষণার পর ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন কিং খান। শুরু করেন 'আস্ক এসআরকে'। সেখানেই একাধিক প্রশ্নের সঙ্গেই, একের পর এক অনুরাগীর অভিযোগ। 'কেন আপনার মুখ দেখা যাচ্ছে না'? ছবির প্রচারে যেমন সিদ্ধহস্ত তিনি, তেমনই মজার ও বুদ্ধিদীপ্ত উত্তর দিতেও তাঁর জুড়ি মেলা ভার। এমন প্রশ্ন পেলেই বাদশাহর অকপট উত্তর, 'পরিচালক ও প্রযোজক চাননি আমার ছবি দিতে, কারণ তাঁদের মতে আমার নামটাই যথেষ্ট'।