Shah Rukh Khan: পঞ্জাবের বন্যা কবলিত মানুষের পাশে এবার শাহরুখ খান, ত্রাণ পাঠালেন দুর্গতদের জন্য
Shah Rukh Khan News: পঞ্জাবের বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ পাঠালেন শাহরুখ খান

কলকাতা: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্জাব। বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। ভয়াবহ প্রকৃতির রোষে বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন। সাধারণ মানুষের সম্পত্তি থেকে শুরু করে, জীবনযাত্রা, প্রভাব পড়েছে সর্বত্রই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে হাত বাড়িয়েছেন বিনোদন দুনিয়ার কলাকুশলীরা। এর আগেই, বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিছেলন সলমন খান (Salman Khan)। আর এবার, শাহরুখ খান (Shah Rukh Khan) ও! পঞ্জাবের বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ পাঠালেন তিনি। সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে, ওষুধপত্র.. সমস্তই পাঠানো হচ্ছে কিটের মাধ্যমে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই পদক্ষেপ নিয়েছেন শাহরুখ খান।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সঙ্গে হাত মিলিয়ে ত্রাণ পাঠাচ্ছেন শাহরুখ খান
শাহরুখ খানের মীর ফাউন্ডেশন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে পঞ্জাবের বন্যা কবলিত এলাকার পরিবারগুলিকে সাহায্য করছে। এর জন্য, বন্যা কবলিত পরিবারগুলিকে শাহরুখের মীর ফাউন্ডেশনের তরফ থেকে পাঠানো হচ্ছে, ওষুধ, বিভিন্ন পুষ্টিকর খাবার, পরিচ্ছন্নতা বজায় রাখার মতো জিনিসপত্র, খাদ্য সামগ্রী, মশারি, ত্রিপল, চাদর, বিছানা, গদি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস। অমৃতসর, পাতিয়ালা, ফিরোজপুর ইত্যাদি জেলার মতো, ১৫০০ পরিবারের কাছে পৌঁছে যাবে এই ত্রাণ। সাধারণ মানুষ যাতে দ্রুত একটু স্বস্তি পান, একটু স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারেন, একটু নিরাপত্তা পান ও আশ্রয় পান, সেই কারণেই শাহরুখের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
STORY | Shah Rukh Khan’s Meer Foundation extends relief to flood-hit families in Punjab
— Press Trust of India (@PTI_News) September 11, 2025
Bollywood superstar Shah Rukh Khan’s Meer Foundation has reached out to families affected by the recent floods in Punjab and distributed essential relief kits to support their rehabilitation,… pic.twitter.com/2npZIOlOJe
অন্যদিকে, সদ্যই একটি আইনি সমস্যায় জড়িয়েছে শাহরুখ খান। দুই অভিনেতা অভিনেত্রী সহ ৬ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। মথুরা গেটে অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেতা ও অভিনেত্রীর নামে। ভরতপুর নিবাসী কীর্তি সিংহ এই এফআইআর দায়ের করেছেন বলেই জানা যাচ্ছে। সমস্যা শুরু একটি গাড়ি নিয়ে। শোনা যাচ্ছে, ভরতপুর নিবাসী কীর্তি সিংহ একটি বিশেষ কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন। ওই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাড়ুকোন আর শাহরুখ খান। আর সেই কারণেই দুই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
পঞ্জাবের বন্যা কবলিত এলাকার জন্য হাত বাড়িয়েছেন সাধারণ মানুষ
এখনও পর্যন্ত পঞ্জাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে অনেক তারকাই সাহায্য পৌঁছে দিয়েছেন। সলমন খান, সোনু সুদ, দিলজিৎ দোসাঞ্জ, শেহনাজ গিল, হরভজন সিং সহ আরও অনেক তারকাই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছেন। সলমন খানের সংস্থা বিয়িং হিউম্যান পাঁচটি রেসকিউ বোট পঞ্জাবে পাঠিয়েছে এবং বন্যা কবলিত অনেক এলাকাকে দত্তক নেওয়ারও ঘোষণা করেছে। এছাড়াও অ্যামি ভিরক, দিলজিৎ দোসাঞ্জ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি পঞ্জাবের মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন।






















