SRK in 'Pathaan': বলিউডে ৩ দশক পার, বিশেষ দিনে 'পাঠান' লুক পোস্ট কিং খানের
30 Years of SRK: এই বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিং খান পোস্ট করলেন তাঁর বহু প্রতীক্ষিত 'পাঠান' ছবির টিজার। প্রকাশ পেল তাঁর প্রথম লুক।
মুম্বই: দেখতে দেখতে ৩০ বছর পার। বলিউডে তিন দশক উদযাপন করছেন কিং খান (King Khan)। আর এই বিশেষ দিনে অনুরাগীদের জন্য আরও এক বিশেষ উপহার নিয়ে এলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল 'পাঠান' (Pathaan) ছবির টিজার।
বলিউডে শাহরুখ খানের ৩০ বছর
আজ বলিউডে পা রাখার ত্রিশ বছর পার করলেন শাহরুখ খান। আর এই বিশেষ দিনে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কিং খান পোস্ট করলেন তাঁর বহু প্রতীক্ষিত 'পাঠান' ছবির টিজার। প্রকাশ পেল তাঁর প্রথম লুক। কয়েক সেকেন্ডের টিজারে দেখা গেল ক্যামেরার দিকে পিছন করে কিং খানকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে। সম্পূর্ণ মুখ দেখা না গেলেও রক্তাক্ত ও ছেঁড়া পোশাকে দেখা গেল তাঁকে। আর সবশেষে কিং খানের গলায় শোনা গেল, 'শীঘ্রই দেখা হচ্ছে, পাঠানের সঙ্গে।' ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
টিজার শেয়ার করে কিং খান লেখেন, '৩০ বছর এবং আর গুনছি না কারণ আপনাদের ভালবাসা ও হাসি অফুরন্ত। বরং 'পাঠান'-এর দিন গোনা শুরু। উদযাপন করুন পাঠানকে যশ রাজ ফিল্মসের সঙ্গে, ২৫ জানুয়ারি ২০২৩ সালে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।'
View this post on Instagram
স্বভাবতই আজকের টিজার দেখে উচ্ছ্বসিত দর্শক ও অনুরাগীরা। প্রসঙ্গত, বহুদিন পর একগুচ্ছ ছবি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের। কোভিড-পরবর্তী সময়ে একসঙ্গে একই বছরে তিনটি ছবি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের। 'পাঠান', 'ডাঙ্কি' ও 'জওয়ান'। বক্স অফিসে কেমন সাফল্য লাভ করে এই ছবিগুলি, সেটাই দেখার।
আরও পড়ুন: Shamshera: 'শমশেরা' অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য?