Shah Rukh Khan: 'ব্লিড ব্লু'! এশিয়াসেরা ভারত, জয় উদযাপন করতে নীল টি-শার্টে মন্নতের ব্যালকনিতে কিং খান
Asia Cup 2023: রবিবার এশিয়াসেরা হল ভারত। উদযাপনের অংশ হতে ব্যালকনিতে হাজির হলেন শাহরুখ। সেই সঙ্গে ৮০০ কোটির দোরগোড়ায় তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির আয়ের পরিমাণ। ধন্যবাদ জানালেন তার জন্যও।
মুম্বই: এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2023) শ্রীলঙ্কাকে (Sri Lanka) ১০ উইকেটে দুরমুশ করে অষ্টমবার এশিয়াসেরা হল ভারত (India)। উচ্ছ্বাস, উল্লাসে মাতোয়ারা গোটা দেশ। এদিনের উদযাপনে নিজের চেনা ঢঙে অংশ নিলেন বলিউড বাদশাহ কিং খান (King Khan)। ভারতের জয় উদযাপন করতে শাহরুখ খান (Shah Rukh Khan) হাজির হলেন মন্নতের (Mannat) ব্যালকনিতে, পরনে নীল রঙের টি-শার্ট। একাধিক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এশিয়া কাপ ২০২৩-এ সেরা ভারত, উদযাপনে অংশ নিলেন কিং খান
মন্নতের সেই চেনা বারান্দা। যেখানে এসে অনুরাগীদের জন্য ভালবাসা বিতরণ করেন কিং খান। রবিবার এশিয়াসেরা হল ভারত। আনন্দ ও গর্বের দিন গোটা দেশের কাছে। এদিনও সেই উদযাপনের অংশ হতে ব্যালকনিতে হাজির হলেন শাহরুখ। 'ব্লিড ব্লু'-এর অংশ হতে পরেছিলেন নীল রঙের টিশার্ট। সেই সঙ্গে ৮০০ কোটির দোরগোড়ায় তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির আয়ের পরিমাণ। তার জন্যও যে ধন্যবাদ প্রাপ্য অনুরাগীদের। এদিন বাড়ির সামনে জড়ো হওয়া অনুরাগীদের উদ্দেশ্যে ছুঁড়লেন 'ফ্লাইং কিস'। হাত নাড়লেন সকলের জন্য। প্রিয় তারকা অভিনেতার এক ঝলক দেখতে তখন উপচে পড়ছে মন্নতের সামনে ভিড়, সকলেই নিজেদের মুঠোফোনে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত।
শাহরুখ খানের অফিসিয়াল ফ্যান পেজ 'শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সেই সময়ের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়, 'এসআরকে পরে আছেন নীল রঙের পোশাক ভারতীয় ক্রিকেট দলের জয় উদযাপন করতে এবং কিংয়ের প্রাসাদের সামনে ফ্যানেদের শুভেচ্ছা জানালেন! ভারতের এই জয় আবার 'জওয়ান' দেখে উদযাপন করা যাক।'
View this post on Instagram
একাধিক ফ্যান ও পাপারাৎজিদের অ্যাকাউন্ট থেকেও এদিনের ভিডিও শেয়ার করা হয়। শ্রীলঙ্কাকে (Sri Lanka Cricket Team) হারিয়ে অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয়ের জন্য ভারতের (Indian Cricket Team) সামনে লক্ষ্য ছিল মাত্র ৫১ রান। এই রান তুলতে বেশি ঘাম ঝড়ানোর প্রয়োজন ছিল না। বেশি খাটা খাটনি করতে হল না। মাত্র ৬.১ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নিল ভারতীয় দল। শুভমন গিল ২৭ রান ও ঈশান কিষাণ ২৩ রানে অপরাজিত থাকেন। এদিন বল হাতে টসে হেরে প্রথমে বোলিং করতে হয় ভারতকে। বল হাতে মহম্মদ সিরাজ়ের বিধ্বংসী বোলিংয়ে কোনওক্রমে ৫০ পূর্ণ করে দ্বীপরাষ্ট্র। ছয় উইকেট নেন সিরাজ়।
আরও পড়ুন: 'Jawan 2': বাপ-বেটার জুটি ফিরবে 'জওয়ান ২' নিয়ে? বিশেষ পরিকল্পনা ফাঁস করলেন পরিচালক অ্যাটলি
অন্যদিকে, বক্স অফিসও লাগাতার জয় করে আসছেন শাহরুখ খান। ভারতের জয়ের ঠিক দশ দিন আগে, ৭ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'জওয়ান'। দশ দিনের মাথায় বিশ্বজুড়ে এই ছবি ৭০০ কোটির ব্যবসা ছাড়িয়ে গিয়েছে। 'জওয়ান' ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি প্রমুখ। ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন