Jersey New Release Date: শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন ঘোষণা
'জার্সি' ছবিটি তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল হিন্দি রিমেক। এই' ছবিতে শাহিদ কপূরের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকেও।
মুম্বই: গত ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' (Jersey) ছবির। কিন্তু দেশে করোনার তৃতীয় ঢেউতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান যে, করোনাভাইরাস ও ওমিক্রণের সংক্রমণ বৃদ্ধির কারণে এই ছবির মুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। অবশেষে এই ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হল।
এদিন নিজের টুইটার হ্যান্ডলে 'জার্সি' ছবির নতুন মুক্তির দিন (Jersey New Release Date) ঘোষণা করেছেন অভিনেতা শাহিদ কপূর। মাইক্রো ব্লগিং সাইটে এদিন ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত 'যব উই মেট' তারকা। তিনি লেখেন, 'খুব খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের অনেক ভালোবাসার ছবি 'জার্সি' সারা বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল। আপনাদের সকলের সঙ্গে সিনেমা হলে দেখা হচ্ছে।' এই ছবিতে শাহিদ কপূরের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে। পাশাপাশি এই দিনেই মুক্তি পাবে যশ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কেজিএফ চ্যাপ্টার টু'। ছবির মুক্তির নতুন দিন ঘোষণা করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।<
>
আরও পড়ুন - Lal Singh Chaddha Postponed: ফের পিছলো 'লাল সিং চাড্ডা'র মুক্তি, নতুন দিন ঘোষণা
প্রসঙ্গত, 'জার্সি' ছবিটি তেলুগু ছবি 'জার্সি'র অফিশিয়াল হিন্দি রিমেক। এই' ছবিতে শাহিদ কপূরের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকেও। এই ছবিতে প্রথমবার একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'যব উই মেট' তারকাকে। 'জার্সি' ছাড়াও শাহিদ কপূরের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। খুব শীঘ্রই তাঁকে একজন প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক।
এর আগে জানা যায়, 'জার্সি' ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন শাহিদ কপূর। কিন্তু ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ার পর বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম থেকে নির্মাতাদের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়। ছবিটি যাতে ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা। শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচাখরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কমিয়ে দেন শাহিদ কপূর। শোনা গিয়েছে, শাহিদের এমন আত্মত্যাগে আপ্লুত হন ছবি নির্মাতারা।