Shahid Kapoor: 'ব্লাডি ড্য়াডি'তে অভিনয়ের জন্য় বিপুল অঙ্কের পারিশ্রমিক নেন শাহিদ কপূর! জানুন কত
Shahid Kapoor: চলতি মাসের ৯ তারিখ মুক্তি পাচ্ছে শাহিদ কপূর অভিনীত ছবি 'ব্লাডি ড্য়াডি'।
কলকাতা: শাহিদ কপূর অভিনীত ছবি 'ব্লাডি ড্য়াডি' নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। আর এরই মধ্য়ে প্রকাশ্য়ে এল নয়া খবর। শোনাযাচ্ছে, এই ছবির জন্য় ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে একেবারে অন্য়রকম লুকে দেখা যাবে অভিনেতাকে। আগামী ৯ জুন থেকে জিও সিনেমা অ্য়াপে বিনামূল্য়ে দেখতে পাওয়া যাবে এই ছবি।
শাহিদ কপূর অভিনীত 'ফারজি' দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। তাই বর্তমান সময়ে যখন অনেক অভিনেতাই নিজেদের পারিশ্রমিক কমিয়েছেন, সেখানে নিজের ব্র্য়ান্ড ভ্য়ালু বজায় রেখেছেন বলিউডের কবীর সিং।
আরও পড়ুন...
Skin Care with Ice Water: গরমের দিনে বরফ মেশানো জল দিয়ে মুখ ধুলে কী কী উপকার পাবেন?
প্রসঙ্গত, কিছুদিন আগে, সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন এই বলিউড অভিনেতা। দাম্পত্যে মেয়েদের ভূমিকা নিয়ে নিজের মতামত জানিয়েছেন তিনি। আর সেই নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। অভিনেতাকে নারীবিদ্বেষী বলে কটাক্ষ করেছেন কেউ কেউ। অনেকে আবার তাঁকে বাস্তবের 'কবীর সিং' বলেও উল্লেখ করেছিলেন (Bollywood Updates)।
স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে এমনিতেই একদশকের বেশি বয়সের ফারাক রয়েছে শাহিদের। যদিও মীরা বয়সের চেয়ে অনেক পরিণত বলে দাবি করেন শাহিদ। বিবাহিত জীবন কেমন চলছে প্রশ্ন করলে, সার্বিক ভাবে দাম্পত্য নিয়ে নিজের মতামত তুলে ধরেন শাহিদ। তাঁর বক্তব্য ছিল, "বিয়ে ব্যাপারটির একটিই অর্থ: পুরুষটি একেবারে ঘাঁটা মানুষ। একজন নারী এসে তাঁকে শুধরে দেবেন। অর্থাৎ বিয়ের পর পুরুষকে গোটা জীবন শুধরে যেতে হবে নিজেকে। আরও পরিশীলিত হয়ে উঠতে হবে। আসলে গোটা জীবনই এভাবে চলে।"
শাহিদের এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়েছিল নেট দুনিয়ায়। এর আগে শাহিদ অভিনীত 'কবীর সিং' ছবিটি ঘিরে বিতর্ক দেখা দেয়। সেখানে নারীচরিত্রকে দুর্বল করে দেখানোয়, নারীর উপর পুরুষের আধিপত্য, জোর খাটানোর মতো পিতৃতান্ত্রিক ভাবনাকে প্রশ্রয় দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। দাম্পত্য-মন্তব্যের পর শাহিদকে 'কবীর সিং' বলেই উল্লেখ করছেন কেউ কেউ। নেট দুনিয়ায় কেউ কেউ লিখেছেন, 'জানি কবীর সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন আপনি। তাই বলে বাস্তবেও ওই আচরণ চালিয়ে যাওয়া অর্থহীন'। কেউ কেউ আবার লেখেন, 'অর্থাৎ মেয়েদের আর কোনও কাজ নেই? পুরুষদের শুধু সামলে যেতে হবে? ।যত সব অপরিণত ভাবনা'।