এক্সপ্লোর
Advertisement
চতুর্থ বিবাহবার্ষিকী: প্রেম থেকে সাত পাক, সোশ্যাল মিডিয়ায় পুরোনো ছবি শেয়ার করলেন শাহিদ-মীরা
বিবাহবার্ষিকীতে পুরোনো ছবি শেয়ার করলেন শাহিদ মীরা
নয়াদিল্লি:টিনসেল টাউনে সুখী দাম্পত্যের নজির রয়েছে বেশ কিছু। পর্দা তে তো বটেই, পর্দার বাইরেও তাঁদের সম্পর্কের সমীকরণে মুগ্ধ থাকেন গোটা ভক্তকুল। আর এই তালিকার বেশ ওপরের দিকের জায়গা দখল করে রেখেছেন শাহিদ কপুর আর মীরা রাজপুত।তাঁদের সম্পর্কের বিভিন্ন খুঁটিনাটির কথা সামনে এলে ভক্তদের মনে হয়, এটাই বোধহয় এক্কেবারে 'পারফেক্ট রিলেশান'।
View this post on Instagram
বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর কেটে গেছে চার বছর। শাহিদ-মীরা এখন দুই সন্তানের বাবা- মা।আর সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক যে আরও মজবুত হয়েছে তা তাদের বিভিন্ন সময় শেয়ার করা ছবি দেখলেই বোঝা যায়। নিজেদের বিবাহ বার্ষিকীতে স্মৃতি হাতড়ে ছবি শেয়ার করলেন শাহিদ মীরা।View this post on Instagram
নিজেদের বিয়ের দিনের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন মীরা রাজপুত। ক্যাপশান থেকে ছবি, সহ জায়গায়ই ধরা পড়েছে শাহিদ মীরার মিষ্টি সমীকরণ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিবাহবার্ষিকীর আয়োজনের ছবিও শেয়ার করেছেন তিনি।View this post on Instagram
অন্যদিকে বেশ অন্যরকমভাবে স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন নায়ক। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন মীরার একটি ছবি। এই ছবি শাহিদ মীরার বিয়ের আগের ছবি, শাহিদ সঙ্গে লিখেছেন, 'মীরার এই ছবিটাই আমি প্রথম আমার মোবাইলে সেভ করেছিলাম।'View this post on Instagram
শাহিদ মীরার এই পোস্ট দেখে মুগ্ধ অনুরাগীরা। ভূয়সী প্রশংসা করেছেন এক বাক্যে।
View this post on Instagram
সম্প্রতি বক্স অফিসে সাফল্য পেয়েছে শাহিদ কপুর অভিনীত কবীর সিং।View this post on Instagram
View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement