এক্সপ্লোর
ছবির নাম দেওয়ার আগেই শাহরুখ-অনুষ্কার প্রজেক্টের স্বত্ব বিক্রি হল ১২৫ কোটিতে?

মুম্বই: ছবির আনুষ্ঠানিক নাম দেওয়ার আগেই, শাহরুখ খান- ইমতিয়াজ আলির প্রথম যৌথ প্রযোজনার ছবি খুব সম্ভবত ‘দ্য রিং’, দেশ ও বিদেশে ডিস্ট্রিবিউটর পেয়ে গেল। তবে এই খবরের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে যেবিষয়টা সেটা হল, এই ছবির স্বত্ব বিক্রি হয়েছে ১২৫ কোটিতে। সূত্রের খবর, এনএইচ স্টুডিওজের নরেন্দ্র হিরাওয়াত এই ছবির ডিস্ট্রিবিউশনের স্বত্ব কিনেছেন, এবং তিনিই শাহরুখ-ইমতিয়াজের সঙ্গে ১২৫ কোটির চুক্তি সই করেছেন। এপ্রসঙ্গে নরেন্দ্রর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি চুক্তির কথা স্বীকার করে নিলেও, টাকার পরিমাণের ব্যপারে কোনও মন্তব্য করতে চাননি। তবে শাহরুখ-অনুষ্কার এই ছবি এর আগেও একবার প্রচারে এসেছিল, যখন সলমন খান এই ছবির একটি দৃশ্য তাঁর টুইটার অ্যাকাউন্টে দিয়েছিলেন। এছাড়া ছবির বিভিন্ন শ্যুটিং দৃশ্যের ছবি অনেক সময় শাহরুখ-অনুষ্কা শেয়ারও করেছেন। প্রাগ, অ্যামস্টারডম, বুদাপেস্ট এই ছবির শ্যুটিং হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















