এক্সপ্লোর
Advertisement
বলিউডে সংগ্রামের দিনগুলিতে পাশে ছিলেন, সেলিম খানের কাছে কৃতজ্ঞ, বললেন শাহরুখ
মুম্বই: তাঁকে বলিউডের কিং খান বলা হয়। সেই শাহরুখ খান বলেছেন, তাঁর এই গগণচুম্বী কেরিয়ারের জন্য তিনি সলমন খানের বাবা সেলিম খানের কাছে ঋণী। শাহরুখ বলেছেন, বলিউডে তাঁর সাফল্য ও খ্যাতির জন্য তিনি বিশিষ্ট চিত্রনাট্যকার সেলিম খানের কাছে কৃতজ্ঞ। সলমন খানের সঞ্চালনায় গেম শো ‘দশ কা দম ৩’-এর গ্র্যান্ড ফিনালে এসেছিলেন শাহরুখ। সেখানে তিনি বলেছেন, বলিউডে অভিনয়ের জন্য মুম্বইতে এসেছিলেন তিনি। ওই সংগ্রামের দিনগুলিতে সলমনের বাড়িতেই খাওয়া-দাওয়া করতেন। সেলিম খান তাঁর খেয়াল রাখতেন। এই সব লোকজনের জন্য তিনি শাহরুখ খান হয়ে উঠতে পেরেছেন।
শাহরুখ আরও বলেছেন, সলমনের জন্যই এই শো-তে এসেছেন তিনি। আর সলমন তাঁকে যেখানে যেতে বলবেন, তিনি সেখানেই যাবেন।
শাহরুখ শো-তে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন। তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার স্মৃতি রোমন্থনও করেন। সিনেমায় সলমনকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল।
শাহরুখকে আনন্দ এল রায়ের ‘জিরো’ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে দেখা যাবে। অন্যদিকে, সলমন বর্তমানে ‘ভারত’ সিনেমার শ্যুটিং করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement