এক মহিলা অনুরাগীর তো সটান প্রশ্ন করে বসেছেন, আমার বিয়ে করবেন? মজার ছলে শাহরুখ উত্তরে বলেছেন, একেবারেই, কিন্তু তার আগে বাবা-মায়ের সঙ্গে কথা বল। ছবি-ইনস্টাগ্রাম
2/14
এক অনুরাগীর প্রশ্ন, আপনি এত হ্যান্ডসাম কেন? শাহরুখের জবাব, কী আর করা যাবে...আমি ছোটবেলা থেকেই এমন। ছবি-ইনস্টাগ্রাম
3/14
এক অনুরাগী আমার কাজল সম্পর্কে এক কথায় বলতে বলেন শাহরুখকে। জবাব কিং খান বলেন, কাজলের জন্য কোনও শব্দ নেই। শুধু বলতে পারি, ও খুবই মিষ্টি।ছবি-ইনস্টাগ্রাম
4/14
সলমন খান সম্পর্কে প্রশ্নের উত্তরে শাহরুখ বলেছেন, সলমন তাঁর ভাই। ছবি-ইনস্টাগ্রাম
5/14
এক অনুরাগীর প্রশ্ন, এত তাড়াতাড়ি বিয়ে করলেন কেন? শাহরুখের উত্তর- লভ ও লাক যে কোনও সময় আসতে পারে। আর এই দুটোই গৌরির সঙ্গে আমার জীবনে এসেছে।ছবি-ইনস্টাগ্রাম
6/14
একজন জিরো সিনেমার মুক্তির দিন জানতে চেয়েছেন। শাহরুখ জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর।ছবি-ইনস্টাগ্রাম
7/14
এক প্রশ্নের উত্তরে শাহরুখ জানিয়েছেন, কিশোর কুমারের গাওয়া তাঁর প্রিয় গান- এক লড়কি ভিগি-ভাগি সি। ছবি-ইনস্টাগ্রাম
8/14
একজন জানতে চেয়েছেন, এত ফিট থাকেন কীভাবে? জবাবে শাহরুখ বলেছেন, আমি ধূমপান করি না। দিনের ১০ ঘন্টা ঘুমোই, মিথ্যে বলি না, সাধারণ মানুষের মতো জীবন যাপন করি। ছবি-ইনস্টাগ্রাম
9/14
এক অনুরাগীর প্রশ্ন, আপনার উচ্চতা কত? শাহরুখের জবাব-প্রত্যেকদিনই আলাদা আলাদা উচ্চতা অনুভব করি। ছবি-ইনস্টাগ্রাম
10/14
এক অনুরাগী বলেন, আপনি কি আমার সঙ্গে দেখা করবেন? মজাদার জবাব শাহরুখের, ঠিকানা বলুন, আসছি।ছবি-ইনস্টাগ্রাম
11/14
অবসর সময়ে কী করেন? এই প্রশ্নের জবাবে কিং খান বলেছেন, ওই সময়টা সন্তানদের সঙ্গে কাটাতেই পছন্দ করেন। ছবি-ইনস্টাগ্রাম
12/14
শাহরুখ বর্তমানে আনন্দ এল রায় পরিচালিত জিরো সিনেমার শ্যুটিং করছেন। এক অনুরাগী জানতে চান, এই সিনেমার শ্যুটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কী? শাহরুখের উত্তর, আনন্দ এল রায়ের সঙ্গে কাটানো প্রত্যের মুহুর্তই গুরুত্বপূর্ণ। ছবি-ইনস্টাগ্রাম
13/14
একজন জানতে চান, আপনি কি জার্মান ভাষা জানেন? জার্মান শব্দ লিখেই এর উত্তর দিয়েছেন শাহরুখ। ছবি-ইনস্টাগ্রাম
14/14
বলিউডের কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খান সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে অনুগারীদের সঙ্গে মনের কথা বললেন। শাহরুখ অনুরাগীদের অনেক প্রশ্নের জবাব দিয়েছেন। এমনও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, যা শুধু শাহরুখই দিতে পারেন। কিং খানের অনুরাগীদের আবেগের কথা অজানা নয়। এক অনুরাগীর প্রশ্ন ছিল, আপনার জন্য কী আমি জীবন দিতে পারি? এর জবাবে শাহরুখ বলেছেন, আপনি আমার জন্য কী বাঁচতে পারেন না? ছবি-ইনস্টাগ্রাম