এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
শ্রদ্ধাকে শ্যুটিং করতে যেতে নিষেধ করলেন বাবা শক্তি কপূর! কিন্তু কেন?
মেয়েকে শ্যুটিং ফ্লোরে পাঠাতে নাকি ভয় পাচ্ছেন বাবা শক্তি কপূর। সম্প্রতি জানালেন, মেয়ে শ্রদ্ধা কপূরের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তিনি।
![শ্রদ্ধাকে শ্যুটিং করতে যেতে নিষেধ করলেন বাবা শক্তি কপূর! কিন্তু কেন? Shakti Kapoor Is Concerned About His Daughter, Says He Won't Let Shraddha Resume Shooting শ্রদ্ধাকে শ্যুটিং করতে যেতে নিষেধ করলেন বাবা শক্তি কপূর! কিন্তু কেন?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/13162053/012_5ee360b84a8fb.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ১৬ পাতার লম্বা নির্দেশিকার পর অবশেষে শ্যুটিং ফ্লোর খুলেছে মহারাষ্ট্রে। লাইটস, ক্যামেরা, অ্যাকশনের বিরতি কাটিয়ে জোর কদমে ফের কাজে নেমেছে বিজ্ঞাপন, ওটিটি প্ল্যাটফর্ম, টেলিসিরিজ, সিনেমার ইউনিট। কিন্তু মেয়েকে শ্যুটিং ফ্লোরে পাঠাতে নাকি ভয় পাচ্ছেন বাবা শক্তি কপূর। সম্প্রতি জানালেন, মেয়ে শ্রদ্ধা কপূরের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তিনি। তাই মেয়েকে শ্যুটিং-এ ফিরতে নাকি অনুমতি দিচ্ছেন না তিনি!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শক্তি জানান, 'আমি এক্ষুনি কাজে যোগ দেব না, আমার মেয়েকেও শ্যুটিং-এ যোগ দিতে দেব না। আমার এখনও মনে হয় না যে করোনাভাইরাসের এখনও বিপদ কেটেছে। এখনও ফ্লোরে ফেরার সঠিক সময় নয়। কাজের চেয়ে জীবন অনেক বেশি জরুরী। এখন শ্যুটিং ফ্লোরে অনেক লোকের জমায়েত হচ্ছে। আমি আমার দলকে বার বার বলেছি, হাসপাতালের বিল মেটাবার চেয়ে ভালো আরও কিছুদিন বাড়িতে অপেক্ষা করা।'
তিনি আরও বলেন, 'এই মুহূর্তে মহারাষ্ট্রের সমস্ত হাসপাতালেই বেড অপ্রতুল। যে বেড আছে তার জন্য মোটা টাকা বিল করতে হাসপাতালগুলি। কিছুদিন আগেই একটা খবর সামনে এসেছিল যে হাসপাতালের বিল মেটাতে না পারার জন্য রোগীকে বেঁধে রাখা হয়েছে। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাব বলে ঠিক করেছি। পৃথিবীর অবস্থা দিন দিন দুঃখজনক হয়ে যাচ্ছে।'
গোটা দেশের মধ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। বর্তমানে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)