এক্সপ্লোর
শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকে বিয়ে করবে, জানালেন শক্তি কপূর

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
মুম্বই: মেয়ে শ্রদ্ধা কপূর তাঁর নিজের পছন্দের একজন পুরুষকে বিয়ে করবেন। এমনই জানালেন বলিউড অভিনেতা শক্তি কপূর। ‘দ্য জার্নি অফ কর্মা’ ছবির টিজার ও পোস্টার প্রকাশের অনুষ্ঠানে তিনি মেয়ের বিয়ে নিয়ে এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সব বাবাই চায় একটি ভাল ও সম্ভ্রান্ত পরিবারে তার মেয়ের বিয়ে হোক। আমি চাই ও ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উন্নতি করুক। বাবা হিসেবে সন্তানদের স্বাধীনতা দিতেই হবে। কারণ, এখন সময় বদলে গিয়েছে। বাবা-মা আর সন্তানদের বিয়ের ক্ষেত্রে নিজেদের পছন্দ চাপিয়ে দিতে পারেন না। এখন জীবনসঙ্গী সহ সব বিষয়েই সন্তানদের মতামত নিতে হয়। এখন আমার মেয়ে কেরিয়ার নিয়ে ব্যস্ত। তবে ও যেদিনই বিয়ের পরিকল্পনার কথা জানাবে, ওর পছন্দের ব্যক্তিকে বিয়ের ক্ষেত্রে আমরা আপত্তি জানাব না।’ বলিউডে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন শ্রদ্ধা। তিনি সাইনা নেহওয়ালের বায়োপিকেও অভিনয় করবেন। এ বিষয়ে শক্তি বলেছেন, ‘এখন সব অভিনেতাই চ্যালেঞ্জ গ্রহণ করছে। রণবীর কপূর, ফারহান আখতাররাও বায়োপিকে দারুণ অভিনয় করেছে। সব অভিনেতাই পরিশ্রম করছে। এবার সাইনা নেহওয়ালের চরিত্রে অভিনয় করবে শ্রদ্ধা। ও হায়দরাবাদে গিয়ে সাইনার সঙ্গে অনুশীলন করেছে। ও অনুশীলন চালিয়ে যাচ্ছে। প্রভাসের সঙ্গে সাহো ছবির শ্যুটিংয়ের জন্য আবুধাবি যাবে শ্রদ্ধা। ও রাজকুমার রাওয়ের ছবি স্ত্রী ও বাত্তি গুল মিটার চালু-তেও কাজ করবে। ও বিভিন্ন ধরনের ছবিতে কাজ করায় আমি খুশি।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















