Shamita Shetty: '৫০ বছর বয়সেও অবিবাহিত?', ট্রোলারকে কড়া জবাব শমিতার, সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা
Shamita Shetty Slams Troll: সম্প্রতি যাঁরা তাঁকে ‘পঞ্চাশেও অবিবাহিত’ থাকার জন্য কটাক্ষ ছুড়ে দেন, বা কুমন্তব্য করেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা দেন অভিনেত্রী। ঠিক কীভাবে সামলালেন তিনি এই নেতিবাচকতা?
নয়াদিল্লি: শিরোনামে শমিতা শেট্টি (Shamita Shetty)। সম্প্রতি তাঁর অবিবাহিত (unmarried) থাকা নিয়ে মন্তব্য করেন নেটিজেনদের একাংশ। সেই ‘কটাক্ষ’-এর (trolls) কড়া জবাব দিতে ছাড়েননি অভিনেত্রী। স্বভাবতই তা নজর কাড়ে সকলের। শমিতা স্পষ্ট জানান, বিয়ে করাই তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। সমালোচনা সামলানোর শ্রেত্রে শমিতার এই মর্যাদাপূর্ণ পদ্ধতি অনেকের মনে ধরেছিল, যা ক্ষমতায়ন এবং আত্ম-নিশ্চয়তার গুরুত্ব তুলে ধরে।
ঠিক কী বলা হয় শমিতাকে? কী উত্তর দেন অভিনেত্রী?
সম্প্রতি যাঁরা তাঁকে ‘পঞ্চাশেও অবিবাহিত’ থাকার জন্য কটাক্ষ ছুড়ে দেন, বা কুমন্তব্য করেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা দেন। সোশ্যাল মিডিয়ায় শমিতার পোস্টে একজন কমেন্ট করেন, ‘বন্ধু শেট্টি ৫০ বছর কেটে গেছে এবং এখনও কোনও পুরুষ নেই।’ এই কমেন্টের সপাট জবাব দিতে ছাড়েননি ‘মহব্বতেঁ’ অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমি খানিক সময় বের করে এই দয়ালু ভদ্রমহিলার কথার উত্তর দিতে চাই যিনি আরও একজন মহিলাকে অসম্মান করছেন বিয়ে না করার জন্য। আপনাকে কুর্নিশ। আপনার উদ্দেশ্য অসফল, আপনার জ্ঞাতার্থে বিয়ে করা আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। জীবনে আনন্দে থাকা ও পরিপূর্ণ থাকা, হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে সেটাই সবসময় আমার লক্ষ্য।’
অভিনেত্রী আরও বলেন, ‘প্রার্থনা করি আপনার জীবনে অঢেল ইতিবাচকতা আসুক। আশা করব আপনি জীবনে কখনও আর কোনও মহিলাকে টেনে নিচে নামানোর চেষ্টা করবেন। যদি মানুষকে কখনও ভাল কথা বলতে না পারেন, তাহলে ভাল চুপ থাকা।’
তাঁর এই সপাট ও স্পষ্ট কড়া জবাব সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর অকপট উত্তরের জন্য ও নেতিবাচকতাকে সুন্দরভাবে সামলানোর জন্য অনেকেই তাঁর প্রশংসা করেছেন।
শমিতা শেট্টির প্রেম জীবন
২০২১ সালের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অভিনেত্রীর আলাপ হয় রাকেশ বাপাতের সঙ্গে। তাঁদের প্রেম কাহিনি চর্চায় ছিল শুরু থেকেই। একসঙ্গে তাঁদের একাধিক স্থানে দেখা গিয়েছে। তবে সাম্প্রতিককালে তাঁদের প্রেমে ভাঙন সাধারণ মানুষের আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাঁদের সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা ও গুজব ছড়ালেও, নিজেরা তাঁরা সমস্ত বিষয় ব্যক্তিগত রেখেছেন। ফলে তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনুরাগীদের আগ্রহ বেড়েছে চড়চড়িয়ে।
অন্যদিকে, শমিতা শেট্টিকে সম্প্রতি, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দেখা গিয়েছে ‘দ্য টেন্যান্ট’ ছবিতে। ‘বিগ বস ওটিটি ১’-এর অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। পৌঁছেছিলেন ফাইনাল রাউন্ড পর্যন্ত। ‘বিগ বস ১৫’-এও অংশ নেন তিনি, শেষ করেন চতুর্থ স্থানে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।