Cinema Lovers Day 2024: প্রেক্ষাগৃহে পছন্দের সিনেমা দেখুন মাত্র ৯৯ টাকায়! চলছে 'সিনেমা লাভার্স ডে' অফার
Cinema Lovers Day: এই বিশেষ দিনে সিনেপ্রেমীরা তাঁদের পছন্দের সিনেমা মাত্র ৯৯ টাকায় উপভোগ করতে পারবেন সাধারণ সিটের ক্ষেত্রে। অন্যদিকে এদিনের জন্য রিক্লাইনার সিটের দাম রাখা হয়েছে ১৯৯ টাকা।

নয়াদিল্লি: শুক্রবার চিরকালই সিনেপ্রেমীদের জন্য খুব আকর্ষণীয়। শুক্রবার মানেই একগুচ্ছ সিনেমা মুক্তি পাওয়া প্রেক্ষাগৃহে। সেই সঙ্গে এখন ওটিটির জমানায় সিরিজও হাজির হয় অজস্র, সাধারণত এই শুক্রবারগুলোয়। আর এই শুক্রবার, অর্থাৎ আজ, ২৩ ফেব্রুয়ারি তাঁদের জন্য আরও আকর্ষণীয়। কারণ এই দিনটি পালিত হবে ‘সিনেমা লাভার্স ডে’ (Cinema Lovers Day 2024) হিসেবে। আর সেই কারণে প্রখ্যাত থিয়েটার চেন পিভিআর-আইনক্স (PVR-Inox) মাত্র ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছে দর্শককে। ২০০ থেকে ৮০০ টাকা দামের টিকিট ৯৯টাকায় পেলে কার না ভাল লাগে!
‘সিনেমা লাভার্স ডে’ উপলক্ষ্যে মাত্র ৯৯ টাকায় সিনেমা দেখার সুযোগ
পিভিআরের তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখে, ‘সিনেপ্রেমীরা, তৈরি হয়ে নাও! মাত্র ৯৯ টাকার অপ্রত্যাশিত মূল্যে সাম্প্রতিকতম ব্লকবাস্টারগুলি উপভোগ করার সুযোগ এসে গেল। আসল সিনেপ্রেমীর মতো এই সিনেমা লাভার্স ডে উদযাপন করুন।’ তবে মাথায় রাখা ভাল, নির্দিষ্ট কিছু শহরেই এই অফার প্রযোজ্য এবং রিক্লাইনার ও প্রিমিয়াম সিটের ক্ষেত্রে এই দাম প্রযোজ্য নয়।
Cinema lovers, get ready! Here is your chance to enjoy the latest blockbusters at an irresistible price of ₹99. 📷📷
— P V R C i n e m a s (@_PVRCinemas) February 21, 2024
Celebrate this Cinema Lovers Day like a true cinephile!
*𝐄𝐱𝐜𝐥𝐮𝐝𝐢𝐧𝐠 𝐫𝐞𝐜𝐥𝐢𝐧𝐞𝐫𝐬 𝐚𝐧𝐝 𝐩𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐬. *𝐎𝐟𝐟𝐞𝐫… pic.twitter.com/4RkvDbnaIw
‘সিনেমা লাভার্স ডে ২০২৪’ : টিকিটের দাম
এই বিশেষ দিনে সিনেপ্রেমীরা তাঁদের পছন্দের সিনেমা মাত্র ৯৯ টাকায় উপভোগ করতে পারবেন সাধারণ সিটের ক্ষেত্রে। অন্যদিকে এদিনের জন্য রিক্লাইনার সিটের দাম রাখা হয়েছে ১৯৯ টাকা। যেহেতু রেগুলার ও রিক্লাইনার, দুই ধরনের ক্ষেত্রেই দাম কমিয়ে দেওয়া হয় তাই সকলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন।
রেগুলার সিট – ৯৯ টাকা (অফারে দাম)
রিক্লাইনার সিট – ১৯৯ টাকা (অফারে দাম)
‘সিনেমা লাভার্স ডে ২০২৪’ : IMAX, 4DX, MX4D ও গোল্ড অফার
সাধারণ বসার অপশন ছাড়াও একাধিক প্রিমিয়ার বিভাগেও ডিসকাউন্ট প্রযোজ্য। তার মধ্যে IMAX, 4DX, MX4D ও গোল্ড রয়েছে। অর্থাৎ হাইডেফিনিশন অভিজ্ঞতাও হবে দর্শকদের কম দামে। যে কোনও ধরনের ছবি, বাংলা, বলিউড বা হলিউড, যা এই প্রেক্ষাগৃহগুলিতে এখন প্রদর্শিত হচ্ছে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য।
‘অল ইন্ডিয়া র্যাঙ্ক’ থেকে শুরু করে, ‘ফাইটার’, ‘ক্র্যাক’ বা অ্যাকশন ড্রামা ‘আর্টিকল ৩৭০’ বা রোম্যান্টিক কমেডি ঘরানার ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’, সমস্ত বলিউড ছবিতে রয়েছে এই অফার। অন্যদিকে, ‘দ্য হোল্ডওভার্স’, ‘বব মারলে – ওয়ান লাভ’, ‘মিন গার্লস’-এর মতো একাধিক হলিউডের ছবিতেও রয়েছে অফার।
দক্ষিণ ভারতে নেই এই অফার
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, এই অফার দেশজুড়ে বেশিরভাগ প্রেক্ষাগৃহে প্রযোজ্য হলেও, দক্ষিণ ভারতের রাজ্যগুলির কয়েকটি প্রেক্ষাগৃহ এই উদযাপনে অংশ নাও নিতে পারে। সেক্ষেত্রে সেই সমস্ত অঞ্চলের সিনেপ্রেমীদের সাধারণ টিকিটের দাম দিয়েই বড়পর্দায় বিনোদন উপভোগ করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
